দিল্লির হিংসার ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নয়, আবেদন জানিয়ে মার্কিন কমিশনকে বিঁধল বিদেশমন্ত্রক
দ্য কোয়ারি ডেস্ক : দিল্লির হিংসার ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন এবং বেশ কিছু সংবাদমাধ্যমের বক্তব্য আসলে ভুল ও বিভ্রান্তিকর।
বৃহস্পতিবার একথা বলেছে বিদেশমন্ত্রক।বিদেশমন্ত্রক আরও বলেছে, যখন আইনরক্ষাকারী সংস্থাগুলো হিংসা প্রতিরোধ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছে, তখন এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে।
দিল্লির ক্রমবর্ধমান হিংসা নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন বা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।
আরও পড়ুনঃ বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য চালু
এর পাল্টা এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইটারে লেখেন, দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে ইউএসসিআইআরএফ, সংবাদমাধ্যমের একাংশ এবং কিছু মানুষের মন্তব্য আমরা দেখেছি। এইসব মন্তব্য আসলে ভুল ও বিভ্রান্তিকর এবং এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু করার লক্ষ্যে এমন মন্তব্য করা হচ্ছে।
We have seen comments made by USCIRF, sections of the media and a few individuals regarding recent incidents of violence in Delhi. These are factually inaccurate and misleading, and appear to be aimed at politicising the issue. (1/3)
— Raveesh Kumar (@MEAIndia) February 27, 2020
এখনও পর্যন্ত দিল্লিতে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি ও সৌভ্রাতৃত্ব রক্ষায় আবেদন জানিয়েছেন উল্লেখ করে এদিন রবীশ কুমারের আবেদন, এই সংবেদনশীল সময়ে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করবেন না।
উল্লেখ্য, ইউএসসিআইআরএফ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সূচনায় দিল্লির উত্তর পূর্বাঞ্চলে সংঘর্ষ শুরু হয়। মুসলিমদের বিরুদ্ধে গণহিংসার খবর আসে।
আরও পড়ুনঃ দিল্লির গণহিংসার ঘটনায় উদ্বেগ মার্কিন মুলুকে, ট্রাম্পকে বিঁধলেন ডেমোক্র্যাট প্রার্থী বেরনি স্যান্ডার্স
ওই বিবৃতিতে ইউএসসিআইআরএফ-এর কমিশনার অরুণিমা ভার্গব বলেছেন, দিল্লি জুড়ে নিষ্ঠুর এবং বেলাগাম হিংসা চলতে পারে না।সমস্ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
শহরে ক্রমবর্ধমান হিংসার ঘটনা নিয়ে বুধবার মার্কিন দূতাবাস থেকে তার নাগরিকদের সতর্কও করা হয়।ভারতে থাকা মার্কিন নাগরিকদের উত্তরপূর্ব দিল্লির সহিংস বিক্ষোভ নিয়ে সতর্ক করে বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয় মার্কিন দূতাবাস।