Shantanu Thakur : দেশের নাগরিকদের নতুন করে নাগরিকত্ব দিতে দিল্লি চলোর ডাক শান্তনু গোষ্ঠীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপির অস্বস্তি কিছুতেই কাটছে না। সূত্রের খবর দলের বিদ্রোহ দমন করতে জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারিকে শোকজ করা হয়েছে। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী মনে করেছিল এই দুই পরিচিত মুখকে শোকজ করলে বিদ্রোহে কিছুটা রাস টানা যাবে। কিন্তু কোথায় কি!
বিদ্রোহীদের মুখ শান্তনু ঠাকুরের ( Shantanu Thakur ) দাদা সুব্রত ঠাকুর সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তাঁরা এবার সরাসরি মোদি-শাহের কাছে দরবার করবেন।
সুব্রত ঠাকুর এদিন দলের বিরুদ্ধাচারণ করেননি। বরং দাবি করেন একমাত্র বিজেপি মতুয়াদের পাশে আছে। তবে সিএএ বিল আকারে সংসদে পাস হয়ে গেলেও তা এখনও লাগু না হওয়ায় মতুয়ারা যে ক্রমশ বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে সেটা তিনি ঠারে ঠারে বুঝিয়ে দেন। ফলে ফের সেই পুরনো দাবি তুলে ধরেছেন।
Shantanu Thakur : দেশের নাগরিকদের নতুন করে নাগরিকত্ব দিতে দিল্লি চলোর ডাক
সিএএর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে! আর এই কারণেই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদল যাবে, যা শান্তনু গোষ্ঠী ( Shantanu Thakur )হিসেবেই পরিচিত।
আসলে খুব হিসেব কষেই শান্তনু ঠাকুরের ( Shantanu Thakur ) গোষ্ঠী মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠেছে। কারণ ২০১৯ এর লোকসভা নির্বাচনে মতুয়াদের নাগরিকত্বের দেওয়ার কথা বলেই তাদের একচেটিয়া সমর্থন পেয়েছিল বিজেপি।
২০২১ এর বিধানসভা নির্বাচনেও তাদের একটা বড় অংশ গেরুয়া শিবিরকে সমর্থন করেছে। কিন্তু তারপরেও করোনা পরিস্থিতির অজুহাতে সিএএ লাগু না হওয়ায় মতুয়াদের একটা বড় অংশ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে।
এই অবস্থায় ২০২৪ এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে আগেভাগেই আসরে নেমে পড়েছে শান্তনু গোষ্ঠী ( Shantanu Thakur )।
Republic Day Celebration at Red Road : কোভিড বিধি মেনে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা, রয়েছে কড়া নজরদারি
রাজনৈতিক বাধ্যবাধকতায় শান্তনু ঠাকুর তাঁর দলের দুই শীর্ষ স্থানীয় নেতার কাছে দরবার করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ভারতীয় নাগরিক তাদের আবার কি করে নাগরিকত্ব দেবেন এই কেন্দ্রীয় মন্ত্রী? মতুয়াদের ভোটের উপর ভর করেই তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হন।
২০২১ এর বিধানসভা ভোটেও মতুয়া অধ্যুষিত বেশিরভাগ আসনে জিতেছে বিজেপি। অর্থাৎ মতুয়ারা এদেশের নাগরিক বলেই ভোটাধিকার পেয়েছে আর সেই ভারতীয় নাগরিকদের ভোটেই জয়ী হয়েছে বিজেপি। এরপরও কেন শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে চলেছেন তা বোধগম্য হওয়া বেশ কঠিন!