By-Poll 2022 : বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন মার্চে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ফের ভোটপুজো। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চেই ফের রাজ্যের দুই আসনে উপনির্বাচন ( By-Poll 2022 )হতে পারে। যার জন্য ফেব্রুয়ারির শুরুতেই বিজ্ঞপ্তি জারি হতে পারে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমন খবরই পাওয়া গেল।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে রাজ্যের এক লোকসভা ও এক বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশে সপ্তম তথা শেষ দফার ভোট ৭ মার্চ। ওইদিনই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।
By-Poll 2022 : বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন মার্চে
বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন মার্চে , এজন্য ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা হবে। সরস্বতী পুজোর পরেই ২টি কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ও বাবুল সুপ্রিয়র ইস্তফার পরে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গেই বাংলায় জোড়া উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।