Dhupguri: নদী থেকে বালিপাচার, সেই বালিতেই তৈরী হচ্ছে রাস্তা !

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে বালি পাচার নতুন কিছু নয়। বেআইনি বালি পাথরের বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযান চালায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পুলিশ। কিন্তু এবার সরকারি রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে চোরাইবালি এমনটাই অভিযোগ।

জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মধ্যে আরআইডিএফ প্রকল্পের আওতায় সাড়ে আট কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। ওই রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অবৈধভাবে ডুডুয়া নদী থেকে বালি উত্তোলন করে রাস্তার কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে নদী বাঁধের সামনের উঁচু ঢিপি কেটে নদীর চর থেকে ট্রলি বোঝাই বালি নিয়ে যাওয়া হচ্ছে।সেই বালি সরকারি রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। বর্ষাকালে জলস্ফীতির সময় মূল বাঁধে জল আসার আগে বাঁধের আকার ওই উঁচু ঢিপিতে জল আটকে যায়। ওই ঢিপি কেটে ফেলার ফলে বর্ষায় এলাকার চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

Duyare Sarkar : করোনার কাঁটা সরিয়ে ফের বাংলা জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার

এবিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন,আরআইডিএফ প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য স্থানীয় বালি ব্যবহার করা হয়। তাতে সরকারি রাজস্ব দেওয়া বাধ্যতামূলক। কেউ যদি অবৈধ ভাবে বালি তুলে থাকে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

জেলা পরিষদ সদস্যা মমতা বৈদ্য সরকার জানিয়েছেন, গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়েছি ওই ঠিকাদারি সংস্থার জেসিবি দিয়ে নদী বাঁধ কেটে বালি তুলছে। সমস্ত বিষয়টি জেলা পরিষদের বাস্তুকার, সভাধিপতি ও সহ-সভাধিপতিকে জানানো হয়েছে।সকলের সাথে কথা বলে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করা হবে।এই বিষয়ে ওই ঠিকাদারি সংস্থার মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট