Pakistan Journalist Murder : সাংবাদিক খুনের প্রতিবাদে উত্তাল পাকিস্তান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাংবাদিক খুনের ( Pakistan Journalist Murder ) প্রতিবাদে উত্তাল পাকিস্তান। বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ রাস্তায় নেমে ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির খবর পাওয়া গিয়েছে। যদিও প্রবল বিক্ষোভ সত্ত্বেও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পাকিস্তানের পরিচিত ক্রাইম জার্নালিস্ট হাসনাইন শাহকে লাহোর প্রেস ক্লাবের বাইরে গুলি করে খুন করা হয়। তিনি প্রেসক্লাবের ঠিক সামনে নিজের গাড়িতে বসেছিলেন। সেই সময় বাইকে করে একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সহকর্মীদের অভিযোগ হাসনাইন শাহ’র তদন্ত রিপোর্টের ফলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল সে দেশের দুষ্কৃতীরা। তাই পরিকল্পনা করেই তাঁকে খুন করা হয়।
বাংলাদেশ শিল্পী সংসদ -অন্য নির্বাচন ঘিরে তেতে উঠেছে বাংলাদেশ
Pakistan Journalist Murder
এই ঘটনার পরই সাংবাদিকরা ( Pakistan Journalist Murder ) তাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়েছে ইমরান খান সরকারের কাছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে ভুগছেন পাকিস্তানের সাংবাদিকরা।
উল্লেখ্য সাংবাদিকদের ( Pakistan Journalist Murder ) আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করে জানানো হয়েছে ২০২১ সালে সারা বিশ্বে মোট ৪৫ জন সাংবাদিককে খুন করা হয়। এর মধ্যে পাকিস্তান ৩ জন সাংবাদিক খুন হন। প্রতিবেশী আফগানিস্তানে ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়। একটি দেশের নিরিখে এটাই সর্বাধিক।