Ghulam Nabi Azad : কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করতে চলেছেন গুলাম নবি আজাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুতেই স্বস্তি পাচ্ছে না কংগ্রেস। উত্তরপ্রদেশ ভোটের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং দলত্যাগ করেছেন। শোনা যাচ্ছে সে রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা অভিনেতা রাজ বব্বরও দল ছাড়তে পারেন। তিনি সম্ভবত অখিলেশের হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দেবেন।
কিন্তু এইসব ছাড়িয়ে আরও বড় ধাক্কা খেতে চলেছে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলটি। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই নতুন রাজনৈতিক দল গঠন করবেন গুলাম নবি আজাদ ( Ghulam Nabi Azad )।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ( Ghulam Nabi Azad ) সারাদেশেই কংগ্রেসের এক বড় নাম। তিনি শুধু দলের ওয়ার্কিং কমিটির সভাপতি নয়, একাধিক রাজ্যের দায়িত্বেও আছেন।
দীর্ঘদিন ধরে রাজ্যসভায় কংগ্রেসের নেতা ছিলেন এই কাশ্মীরি। তাঁর নেতৃত্বেই দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সম্প্রতি গান্ধী পরিবারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তারপর থেকেই তাঁর সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক খারাপ হয়ে যায়।
Ghulam Nabi Azad : কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করতে চলেছেন গুলাম নবি আজাদ
সম্প্রতি গুলাম নবি আজাদকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে মোদি সরকার। কিন্তু গান্ধী পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়নি। কংগ্রেসের মুখপাত্ররাও দলের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানাননি।
উল্টে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় গুলাম নবি আজাদকে ( Ghulam Nabi Azad ) তীব্র কটাক্ষ করেন। পাল্টা কপিল সিব্বলের মতো বিদ্রোহী নেতারা এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি সরাসরি গান্ধী পরিবারকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় আজাদের পক্ষে মুখও খুলেছেন।
এই অবস্থায় শোনা যাচ্ছে খুব শীঘ্রই কাশ্মীরে নিজের আঞ্চলিক দল তৈরি করবেন গুলাম নবি আজাদ। সে রাজ্যের বিধানসভা নির্বাচনে তাঁর এই নতুন দল বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করবে।
রাজীবের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপির উদ্দেশ্যে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল
যদিও কংগ্রেসের একাংশের দাবি কাশ্মীরের আম জনতার মধ্যে এই প্রবীণ নেতা সেরকম কোনও প্রভাব নেই। তাই তিনি দল ছাড়লেও খুব একটা ক্ষতি হবে না। বরং কংগ্রেস এখন থেকেই ঠিক করে রেখেছে তারা ন্যাশনাল কনফারেন্স ও সিপিএমকে নিয়ে ভূস্বর্গের ভোটে লড়াই করবে।
তবে সরাসরি জম্মু-কাশ্মীরে কোনও ক্ষতি না হলেও গুলাম নবি আজাদ দল ছাড়লে জাতীয় স্তরে যে কংগ্রেস আরও কিছুটা কোণঠাসা হয়ে পড়বে তা বলাই বাহুল্য।