Cpim Congress Alliance Malda : জোট নয়, ইংরেজবাজার ও পুরাতন মালদায় একক ভাবে লড়াই করবে বামফ্রন্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইংরেজবাজার পুরসভার ( Cpim Congress Alliance Malda ) ২৯ টি আসনের মধ্যে ১৫ টি আসন এবং পুরাতন মালদার ২০টি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী ঘোষণা করে বামেদেরকে জোট বার্তা কংগ্রেসের ( Cpim Congress Alliance Malda )। যদিও কংগ্রেসের সাথে জোট করে লড়াই নয়, বামফ্রন্ট একক ভাবে লড়াই করবে। এমনই স্পষ্ট বার্তা জেলার সিপিএম সম্পাদক অম্বর মিত্রের।

বাংলা রাজনীতিতে বাম-কংগ্রেস ( Cpim Congress Alliance Malda ) প্রাসঙ্গিকতা হারিয়েছে। কটাক্ষ বিজেপির। জোট করে হোক বা একক ভাবে, বাংলার মানুষের কাছে তা গৃহীত হবে না কটাক্ষ করেছে তৃণমূলও।

২৮ জানুয়ারি ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে পথসভা করে ইংরেজবাজার পৌরসভার প্রার্থী ঘোষণা করে বামেরা। ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করে বামেরা। বাকি ১৩ টি আসনের প্রার্থী ঘোষণা করা হবে বলেও দাবি করে বামেরা।

পৌর নির্বাচনে বামফ্রন্ট এককভাবে লড়াই করবে তা পরিষ্কার করে দিয়েছিলেন বাম নেতৃত্ব। তবে মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার ২৯ টি আসনের মধ্যে ১৫ টি আসন এবং পুরাতন মালদা পৌরসভার ২০টি আসনের মধ্যে ৮ টি আসনে প্রার্থী ঘোষণা করে বামেদের জন্য জোটের ( Cpim Congress Alliance Malda ) দরজা খোলা রাখল কংগ্রেস।

TMC Organizational Election : নতুন গঠনতন্ত্র মেনে নির্বাচন হবে কিনা সেটাই মূল আকর্ষণ তৃণমূলের সম্মেলনে

Cpim Congress Alliance Malda

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী জোটকে এককাট্টা করতে আমরা আলোচনার ( Cpim Congress Alliance Malda ) রাস্তা খোলা রেখেছি। এখনো সম্ভাবনা আছে, সুযোগ আছে, আমি চাইলেই হবে এমন কোন কথা নেই। আমরা কংগ্রেস নেতৃত্ব আলোচনা করেছি। সেই আলোচনার ভিত্তিতে আমরা প্রার্থী ঘোষণা করেছি। এখনো জোটের সুযোগ রয়েছে।

তবে কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র। তিনি বলেন, আমাদের জন্য আসন ছেড়ে রেখেছে কিনা জানিনা। আমি শুনেছিলাম ওনারা সবকটি ওয়ার্ডের প্রার্থী দেবেন। আমাদের জন্য ছেড়ে রেখেছেন অথচ আমাদের সাথে কোন যোগাযোগ নেই। আমরা আগেই বলেছি ইংরেজ বাজারের ২৯ টি আসন এবং পুরাতন মালদার ২০ টি আসনের আমরা বামফ্রন্ট এককভাবে লড়াই করবে। কংগ্রেসের সাথে জোট করে নয়।

অন্যদিকে, বাম কংগ্রেসের জোট নিয়ে দড়ি টানাটানিকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, বাংলা রাজনীতিতে বাম-কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে। জোট করে হোক বা একক ভাবে হোক বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করেছে।

জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, বাম জামানায় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হয়েছে। সেই সব ভুলে কংগ্রেস বামেদের সাথে জোট করেছে। সেই জোটকে কংগ্রেস কর্মীরা প্রত্যাখ্যান করেছে। সিপিএম বুঝেছে কংগ্রেসের সঙ্গে জোট করলে ওরা আরও ক্ষয়িষ্ণু হয়ে যাবে। জোট করে হোক বা একক ভাবে হোক, মানুষের কাছে এদের আবেদন গৃহীত হবে না বলেই তৃণমূল কংগ্রেস মনে করে।

সম্পর্কিত পোস্ট