Maynaguri Ghost Panic : ভূত ধরতে সারা রাত পুলিশি পাহাড়া, তারপরই হাতে নাতে সত্য উদঘাটন !
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অমাবস্যার রাতে নাকি ভুতেদের ( Maynaguri Ghost Panic ) তান্ডব বেশি হয়। গ্রামবাংলায় এখনো সেই মত প্রচার রয়েছে। তবে নিছকই যে এগুলো সব ভুল ধারণা তা প্রমাণ করতেই ময়নাগুড়ি রেল দুর্ঘটনাগ্রস্থ স্থানে সারারাত ধরে থাকলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস।
সাথে ছিলেন থানার পুলিশ কর্মী রামমোহন রায়। সারারাত ধরে তারা পড়ে থাকা রেলের কামরা গুলি লক্ষ্য করেন। দুর্ঘটনাগ্রস্থ ( Maynaguri Ghost Panic ) স্থানের পাশে থাকা বাঁশের ঝোপ গুলি কিছু সময় পর পর গিয়ে আইসি নজরদারি চালান।
Maynaguri Ghost Panic
জানুয়ারি মাসের ১৩ তারিখ দক্ষিণ ময়নাগুড়ি গ্রাম সংলগ্ন রেললাইনে ট্রেন দুর্ঘটনা ( Maynaguri Ghost Panic ) ঘটে। এরপরেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্ক কাটাতে আসরে নেমেছিলেন ময়নাগুড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। এলাকাবাসীদের সাথে কথা বলেন।
Cpim Congress Alliance Malda : জোট নয়, ইংরেজবাজার ও পুরাতন মালদায় একক ভাবে লড়াই করবে বামফ্রন্ট
গ্রামবাসীরা জানান তারা এখানে নানা উদ্ভট আওয়াজ শুনতে পাচ্ছেন এবং তা ভূতের আওয়াজ। গ্রামবাসীদের তিনি বোঝান যে এখানে ভূত বলে কিছু নেই। এরপরে রাতেও থাকেন বিডিও সাহেব। সোমবার সারারাত ধরে থাকলেন আইসি।
এলাকাবাসীদের অনেকের ধারণা বাঁশের ঝোপ গুলিতে দুষ্কৃতিকারীদের আস্তানা থাকতে পারে। তারাই হয়তো গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই আইসি সেখানে যান এবং রাতে থাকেন।