Saraswati Pujo 2022 : খুলছে স্কুল, শেষ মুহুর্তে বাগদেবীর আরাধনায় প্রস্তুতি শুরু শিক্ষাঙ্গনে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩১ জানুয়ারি নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ৩ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে খুলছে অষ্টম শ্রেণী থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শুরু হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়।

এই খবরের পরেই খুশির হাওয়া শহর জুড়ে। খুশি শিক্ষার্থীরা। সেই জন্য স্কুলগুলি পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়ে গেছে। তার সাথে স্যানিটাইজেশনের কাজ জোর কদমে করা হচ্ছে।

অন্যদিকে অভিভাবকরা স্কুল খোলায় খুশি। আরো খুশি হতো সব ক্লাস শুরু হলে। নঅভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই একবাক্যে জানালেন তা। পাশাপাশি বিদ্যালয় খোলার দু দিন বাদেই বিদ্যার দেবী সরস্বতী পুজো।

বিগত প্রায় দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সকলেই ভেবেছিল হয়তো এবারও নমঃ নমঃ করেই পুজো ( Saraswati Pujo 2022 ) সারতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে তরিঘড়ি করে পুজোর প্রস্তুতি শুরু করছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি।

Paray Sikshalaya : বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়

Saraswati Pujo 2022

এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলছে মৃৎ শিল্পীরাও। শিলিগুড়ির এক মৃৎ শিল্পী ( Saraswati Pujo 2022 ) জানান, প্রত্যেক বছর অনেক আগে থেকেই সমস্ত বিদ্যালয় গুলো তাদের পছন্দের বড়ো মূর্তির বায়না দিয়ে যায়। তবে এবছর বিদ্যালয় গুলো বন্ধ থাকার ফলে তেমন ভাবে কোনো মূর্তির ( Saraswati Pujo 2022 ) বায়না আসেনি। এবছর ছোটো মূর্তির চাহিদাই বেশি ছিল। তবে বিদ্যালয় খোলার খবরে সমস্ত বিদ্যালয় থেকে তৈরীঘড়ি করে মূর্তির ( Saraswati Pujo 2022 ) বায়না দিতে এসেছেন। এই স্বল্প সময়ে নিজের মনের মত মূর্তি না পেলেও হাতে গোনা কয়েকটি বড় মূর্তি তৈরি করা ছিল সেই মূর্তির বায়নাই তারা দিয়ে গেছে। শেষ মুহূর্তে মূর্তির বায়না পেয়ে অত্যন্ত খুশি মৃৎ শিল্পীরা।

সম্পর্কিত পোস্ট