Channi & Sidhu : কার নেতৃত্বে পাঞ্জাবে ভোটে লড়বে কংগ্রেস? হাতে মাত্র তিনটে দিন!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাতে আর মাত্র তিনটে দিন। এরইমধ্যে পাঞ্জাববাসীকে ঠিক করে ফেলতে হবে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে কে হবেন মুখ্যমন্ত্রী ( Channi & Sidhu )! রবিবার লুধিয়ানায় ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধি ঘোষণা করবেন কাকে সামনে রেখে বিধানসভা ভোটে লড়াই করবে কংগ্রেস ( Channi & Sidhu )।
এর জন্য জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের ক্ষমতাসীন দলটি। তারা একটি ফোন নম্বর দিয়েছে। এই নম্বরে ফোন করে প্রত্যেককে নিজের মত জানাতে হবে।
Channi & Sidhu
পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে হবেন তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির ( Channi & Sidhu ) টানাপোড়েন চলছে। কংগ্রেস কর্মীদের মধ্যে চন্নির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বেশিরভাগ কংগ্রেস কর্মী চাইছেন চন্নিকেই ( Channi & Sidhu ) মুখ করে ভোটের লড়াই করুক দল।
যদিও সিধু শিবির এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে পাঞ্জাবের মানুষ তথা নিচুতলার কংগ্রেস কর্মীদের মতামত যাচাই করেই মুখ্যমন্ত্রী মুখ ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধি।
কংগ্রেসের দেওয়া ওই নির্দিষ্ট নম্বরে ফোন করলে প্রথমে অপশনে চরণজিৎ সিং চন্নির ( Channi & Sidhu ) নাম আসবে। দ্বিতীয় অপশনে নভজ্যোৎ সিং সিধুর নাম আসবে। তবে এর বাইরে গিয়ে তৃতীয় একটি বিকল্পও রাখা হয়েছে। সেটি হল কাউকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করে ভোটে লড়াই করবে কংগ্রেস। মোবাইলের নির্দিষ্ট সংখ্যা টিপে এই তিনটি অপশনের মধ্যে কোনও একটি বেছে নিতে হবে।
সূত্রের খবর প্রবল সম্ভাবনা আছে তৃতীয় বিকল্প বেছে নেওয়ার। অর্থাৎ কাউকেই মুখ্যমন্ত্রী মুখ না করে ভোটে লড়াই করতে পারে কংগ্রেস। তবে সেটি যদি না হয় সেক্ষেত্রে চরণজিৎ সিং চন্নিকেই সম্ভবত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবেন রাহুল গান্ধি। কারণ নানান ঘটনা সিধুর সম্ভাবনা অত্যন্ত কম।