India Gate Netaji Hologram Statue : নেতাজির হলোগ্রাম মূর্তি উধাও, ইন্ডিয়া গেটে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৩ জানুয়ারি উদ্বোধন হয়েছিল নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর ( India Gate Netaji Hologram Statue )। অভিযোগ তারপর থেকেই অন্ধকারেই পড়ে রয়েছে নেতাজির হলোগ্রাম ( India Gate Netaji Hologram Statue )। এই ঘটনা প্রকাশ্যে আসতেই  ক্ষোভে ফুঁসতে শুরু করেছে তৃণমূল।

বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ইন্ডিয়া গেটের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান সাংসদ সৌগত রায়, শুখেন্দু শেখর রায়, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর সহ অন্যান্য তৃণমূল সাংসদরা। দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের অভিযোগ, ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটের সামনে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেছিলেন। তার ১৫ দিন যেতে না যেতেই সেই হলোগ্রাম উধাও। এর থেকে অপমানজনক আর কিছু হতে পারে না।

একইসঙ্গে এদিন অমরজ্যোতি জওয়ানের স্থান প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়,  ইন্দিরা গান্ধীর উদ্যোগে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি তৈরি হয়েছিল। তাই কি সরিয়ে দেওয়া হলো? তাঁর অভিযোগ, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার।

Asaduddin Owais : প্রচার সেরে উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে হামলা আসাদুদ্দিন ওয়েইসির গাড়িতে

প্রসঙ্গত, এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে গ্রানাইটের নেতাজির পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবে যতদিন আসল মূর্তি তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত হলোগ্রাম মূর্তি সেই স্থানে রাখার পরিকল্পনা করা হয়।

India Gate Netaji Hologram Statue

দিন কয়েক আগেই এই মূর্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু এই হলোগ্রাম মূর্তির ( India Gate Netaji Hologram Statue ) আদল নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর কথায়, আদল ঠিক হয়নি।  এ সংক্রান্ত অভিযোগে তিনি চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। যদিও উচ্চপর্যায়ের কমিটিতে আলোচনা দাবিতে সরব হয়েছেন তিনি।  শুধু চন্দ্র বসু নয়,  এই একই দাবিতে সরব হয়েছিলেন জাভেদ আখতারও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় প্ল্যাকার্ড হাতে তৃণমূল সাংসদরা রাজধানীর রাজপথে বিক্ষোভ দেখাতে থাকেন। কেন নেতাজি মূর্তি ( India Gate Netaji Hologram Statue ) অন্ধকারে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। জানা গেছে শুক্রবার এই বিষয়ে লোকসভার হবেন তৃণমূল সাংসদরা।

সম্পর্কিত পোস্ট