Northbengal Municipal Election : পুরভোটে উত্তরবঙ্গে বড় ধাক্কা খেতে পারে বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত্তি রাজ্যের মধ্যে সবচেয়ে মজবুত। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তারা এখানে অত্যন্ত ভালো ফল করে। মালদহ দক্ষিণ লোকসভা আসনটি বাদে উত্তরবঙ্গের ( Northbengal Municipal Election ) বাকি আসনগুলিতে জয়ী হয়।

একযোগে কংগ্রেস ও তৃণমূলের ঘাঁটিতে বড়সড় ফাটল ধরায় তারা। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে তৃণমূলকে টেক্কা দিয়েছেন বিজেপি। যদিও লোকসভা নির্বাচনের ক্ষত তৃণমূল বেশ কিছুটা মেরামত করে ফেলেছিল। এবার সামনে পুরসভা নির্বাচন। উত্তরবঙ্গের পুরসভাগুলিতে ( Northbengal Municipal Election ) ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এবারেও কী এখানে সমান ভালো ফল করতে পারবে গেরুয়া শিবির?

Northbengal Municipal Election

বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ( Northbengal Municipal Election ) বিজেপি যথেষ্ট ভালো ফল করলেও রাজ্যের ক্ষমতা দখলে ব্যর্থ হ‌ওয়ার পর‌ই ক্ষয় ধরেছে দলে। উত্তরবঙ্গেও এক‌ই অবস্থা। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরের দুই বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। উপনির্বাচনে হাতছাড়া হয়েছে দিনহাটা। সেখানে তৃণমূল রেকর্ড ব্যবধানে জিতেছে।

শুধু যে জনপ্রতিনিধিরা দল ছাড়ছেন তাই নয়, বিজেপির সংগঠনেও যথেষ্ট ক্ষয় ধরেছে। নিচুতলার নেতাকর্মীরা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই একই সমস্যার মুখে বিজেপি। তবে তাদের অবস্থা সবচেয়ে খারাপ কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই দুই জেলায় ব্যাপকহারে ভাঙছে দল। ফলে পুর নির্বাচনের আগে যথেষ্ট চাপে আছে গেরুয়া শিবির।

বর্তমান পরিস্থিতিতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলা ছাড়া অন্য জেলাগুলিতে পুরভোটে বিজেপির ভালো ফল করা অত্যন্ত কঠিন। বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের পাঁচটি কেন্দ্রেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা।

Darjeeling Municipality : আবহাওয়ার মতোই পুরভোটের আগে ক্ষণে ক্ষণে রাজনৈতিক পটপরিবর্তন ঘটছে দার্জিলিংয়ে

তাই নেতাদের একাংশ দল ছাড়লেও জনভিত্তি এখানে বিজেপির থেকে সরে যায়নি। ফলে আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভা বিজেপি দখল করতেও পারে। পাশের জেলা জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভাতেও তাদের যথেষ্ট সম্ভাবনা আছে।

কিন্তু কোচবিহারের যে ৬ টি পুরসভায় ভোট হবে সেখানে অত্যন্ত বেহাল দশা গেরুয়া শিবিরের। সম্ভবত ৬ টি পুরসভাই তৃণমূলের দখলে থাকবে। একই কথা খাটে দুই দিনাজপুরের পুরসভাগুলির ক্ষেত্রে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের সাফল্যকে অতীত করে এবার উত্তরবঙ্গেও বিপর্যয়ের মুখে বিজেপি।

সম্পর্কিত পোস্ট