দিল্লি নিয়ে অযথা রাজনীতি করবেন না, মমতাকে বার্তা বাবুলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার থেকে উত্তপ্ত ছিল উত্তর-পূর্ব দিল্লি। দিল্লি সংঘর্ষের কারণে প্রাণ হারিয়েছেন ৪২ জন। যাদের মধ্যে একজন পুলিশ কর্মী। অপরজন আইবি অফিসার অঙ্কিত শর্মা। দিল্লির এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, রাজনীতির উর্দ্ধে উঠে দিল্লির পরিস্থিতি নিয়ে সকলের ভাবা দরকার। এ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
পুরুলিয়ার এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দিল্লিতে যারা মারা গেছেন তাঁরা বিরোধী বলে কিছু হয় না। সকলের উচিত সবাই একজোট হয়ে দিল্লির সমস্যার সমাধান করা। রাহুল গান্ধী এই মুহূর্তে কোথায় আছে কেউ জানে না।
দিল্লির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বাবুলের মন্তব্য, এর আগে রাজ্যে ৩০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। কেজরিওয়াল চেয়েছে আর্মি নামানো হয়েছে। হিংসা থামাতে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। খাগড়াগড় বা কালিয়াগঞ্জের ঘটনার পর দিদিকে চুপ থাকতেই দেখা গিয়েছে।
এদিন টুইটারে বাবুল সুপ্রিয় বলেন, “মাননীয়া দিদি কে বলবো, দিল্লী নিয়ে অযথা রাজনীতি করবেন না |হিন্দু – মুসলিম – পুলিশ – সাধারণ মানুষ, সবাই প্রাণ হারিয়েছে | ‘বিরোধী’ তকমাটা দেশের স্বার্থে কয়েকদিনের জন্য ঝেড়ে ফেলুন |”