Abhishek Banerjee : আদর্শকে মাথায় নিয়ে বাস্তবের মাটিতে পা , রাজনীতি ছাড়তেও প্রস্তুত অভিষেক!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে বাস্তবের পথে এগিয়ে যাবে তৃণমূল। একটি বাংলা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে দলের এমনই রূপরেখা তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ( Abhishek Banerjee ) কথা থেকে স্পষ্ট তিনি আদর্শের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করবেন না। তবে একই সঙ্গে রাজনীতির ময়দান যে রূঢ় বাস্তব, সেটা ভুলে গেলেও যে চলবে না তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ( Abhishek Banerjee )।

ওই সাক্ষাৎকারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক ও ক্ষমাশীল ভাবমূর্তির কথা উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। ওই প্রসঙ্গে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নরম মনের, কিন্তু আমি অনেক বেশি প্র্যাক্টিক্যাল’।

Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সত্যি বাস্তবের জমিতে দাঁড়িয়ে রাজনীতিটা করেন সেটা ২০২১ এর বিধানসভা ভোটেই পরিষ্কার হয়ে গিয়েছে। তাঁর একের পর এক চাল সামলাতে না পেরে কুপোকাত হয়েছে বিজেপি।

তিনি যে আদর্শবাদী সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন পর্যায়ে। প্রতিটি জেলায় দলীয় সংগঠন দলের একনিষ্ঠ কর্মীদের নিয়েই তিনি সাজিয়ে তুলেছেন। সেখানে যেমন দীর্ঘদিনের অভিজ্ঞ নেতারা জায়গা পেয়েছেন, তেমনই ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে নতুন প্রজন্মকে তুলে এনেছেন।

Abhishek Banerjee
Abhishek Banerjee

তবে আদর্শের পথে হাঁটার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন দলের ৯৫ শতাংশ ক্ষেত্রেই এক ব্যক্তি একপদ নীতি চালু হয়ে গিয়েছে। বাকি ৫ শতাংশ যায়গাতেও খুব দ্রুত এই নীতি চালু করে ফেলা হবে।

বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “প্রতিটি পরিবার থেকে একজন করে রাজনীতি করবে এই আইন সংসদে পাস হওয়া জরুরী। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে। ওরা এই আইন আনুক, সংসদে সবার প্রথমে আমি ভোট দেব। সেইসঙ্গে রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব।”

Sudip Roy Barman Resign BJP : গেরুয়া শিবিরে ধাক্কা, ত্রিপুরায় ২ বিধায়কের ইস্তফা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে পরিষ্কার তিনি ক্ষমতার জন্য নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এক নতুন ভারত গড়ার স্বপ্নে রাজনীতির ময়দানে ছুটে চলেছেন। সত্যিই তৃণমূলনেত্রীর যোগ্য উত্তরসূরী অভিষেক‌ই।

সম্পর্কিত পোস্ট