পুলকার দুর্ঘটনা রুখতে বেলদায় রুটিন তল্লাশি পুলিশের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সম্প্রতি রাজ্যে পুলকার দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন।
শুক্রবার বেলদার দুটি স্কুলের পুলকার চালক, প্রধান শিক্ষক ও পরিচালন সমিতিকে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি সভা আয়োজন করে বেলদা থানার পুলিশ।
এদিন উক্ত সভায় উপস্থিত দের পুলকার বিশয়ে অধিক সাবধানতা অবলম্বনের কথা বলেছেন বেলদা থানার পুলিশ আধিকারিকরা।
উপস্থিত ছিলেন বেলদা সার্কেল ইন্সপেক্টর শান্তনু বসু, বেলদা থানার ওসি গৌতম মাইতি সহ অন্যান্যরা।
এদিন পুলকার নিয়ে সচেতনতা বৃদ্ধির পর থানা এলাকার বাখরাবদে ৬০ নম্বর জাতিয় সড়কে চেকিং এ নামে বেলদা পুলিশ। মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ ভ্যান, ছোট-বড় সব ধরনের গাড়ির কাগজপত্র খতিয়ে দেখেন তারা।
এছাড়া গাড়ি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা তা মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। এখানে উপস্থিত ছিলেন সার্কেল ইনস্পেক্টর শান্তনু বসু, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি সহ বেলদা থানার পুলিশ কর্মীরা।