Hiran Chatterjee BJP candidate : খাস তালুক খড়্গপুরেই কোণঠাসা হচ্ছেন দিলীপ? জল্পনা উস্কে হিরণের পাশে বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ খড়্গপুর শহর দিলীপ ঘোষের খাসতালুক। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হন। তার আগে ২০১৬ সালে খড়্গপুর শহর থেকেই প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
এই খড়্গপুর শহরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাপট কতটা তা একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি ৬ টা কেন্দ্রেই তৃণমূলের থেকে পিছিয়ে ছিলেন দিলীপ, কিন্তু খড়্গপুর শহরে তাঁর লিড এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত প্রথমবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেই সাংসদ হয়ে যান। কিন্তু সেই খড়্গপুরেই কি এবার দিলীপকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হল বিজেপিতে?
২০২১ এর বিধানসভা নির্বাচনের খড়্গপুর শহর কেন্দ্র থেকে বিজেপির প্রতীককে জয়ী হন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মূলত দিলীপের তত্ত্বাবধানেই তিনি ভোট বৈতরণী পার করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই সাংসদের সঙ্গে বিধায়কের সম্পর্ক ফাটল দেখা দেয়।
Sudip Roy Barman Join Congress : জল্পনার অবসান ঘটিয়ে ‘হাত’ ধরলেন সুদীপ রায় বর্মন
Hiran Chatterjee BJP candidate
সম্প্রতি সেই ফাটল আরও চওড়া হয়েছে। বিজেপির বিক্ষুব্ধ বিধায়কদের তালিকায় নাম লিখিয়েছেন হিরণ ( Hiran Chatterjee BJP candidate )। প্রকাশ্যেই অভিযোগ করেন, দিলীপ ঘোষ তাঁকে কিছু না জানিয়েই এলাকায় যাবতীয় কর্মসূচি নিজের মতো করে পালন করেন। বিধায়ক হিসেবে তাঁকে গুরুত্ব দেওয়া হয় না।
এদিকে দিলীপও পাল্টা হিরনকে ( Hiran Chatterjee BJP candidate ) উপেক্ষার নীতি নেন। যাতে সমস্যা মেটার বদলে আরও বেড়ে যায়। কিন্তু এই পরিস্থিতিতে হিরণকে ( Hiran Chatterjee BJP candidate ) পুর নির্বাচনে খড়্গপুরে প্রচার কমিটির মুখ করে রাজ্য বিজেপি। এবার আরও এক ধাপ এগিয়ে রেল শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে বিধায়ককে। গোটা ঘটনায় একটা বিষয় পরিষ্কার, খড়্গপুরে বিজেপি জিতলে পুরপ্রধান হবেন হিরণ।
এই ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি এলাকার সাংসদ দিলীপ ঘোষকে উপেক্ষা করেই বিধায়কের ( Hiran Chatterjee BJP candidate ) পাশে দাঁড়াল রাজ্যের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী? বিজেপিতে আরেকটি জল্পনা শুরু হয়েছে, হিরণকে এতটা গুরুত্ব দেওয়ায় খড়্গপুরের পুর নির্বাচনে দিলীপ ঘোষ শিবির আদৌ ময়দানে নামবে তো!