Cooch Behar Airport : কোচবিহার বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করতে উদ্যোগী রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার নবনির্মিত কোচবিহার বিমানবন্দরে ( Cooch Behar Airport ) দ্রুত বাণিজ্যিক পরিষেবা শুরু করতে উদ্যোগী হয়েছে। ওই বিমানবন্দর ( Cooch Behar Airport ) থেকে বাণিজ্যিক উড়ান পরিষেবা শুরু করতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী সপ্তাহে বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন বলে নবান্ন ( Nabanna ) সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি ওই বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুত শেষ করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোচবিহার ( Cooch Behar Airport ) বিমান বন্দর পরিদর্শন করেছে।তাদের তরফ থেকে সেখান থেকে উড়ান পরিচালনার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Cooch Behar Airport
ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দিন কয়েকের মধ্যে ওই বিমান বন্দর পরিদর্শনে কথা রয়েছে।তাদের কাছ থেকে ছাড়পত্র পেলেই দ্রুত কোচবিহার বিমানবন্দর যাতে চালু করা যায় সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত সপ্তাহে মুখ্যসচিব কোচবিহার-সহ বালুরঘাট ও মালদহ বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। মালদহ এয়ারপোর্ট নির্মাণ নিয়ে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের দায়িত্ব নিল পরিবহন দফতর
কোচবিহার যদিও বাগডোগরা বিমানবন্দরের পর কোচবিহার বিমানবন্দরে ( Cooch Behar Airport ) বাণিজ্যিক পরিষেবা শুরু হলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আরও সুবিধা হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। আর তাই এবার কোচবিহার এয়ারপোর্ট-এ বাণিজ্যিক পরিষেবা দ্রুত শুরু করার জন্য প্রাথমিকভাবে টার্গেট নিয়েছে রাজ্য প্রশাসন।