ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্কবার্তা মমতার

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভূমি দফতরের আয়োজিত অনুষ্ঠানেই তিনি ওই দফতরের আধিকারিকদের মানুষের সঙ্গে সদয় ব্যবহার করতে এবং সতর্ক ভাবে দ্রুত কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, “মানুষ বিভিন্ন কাজে প্রায়শয়ই ভূমি দপ্তরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা করে দেবেন। কারও সঙ্গে দুর্ব্যবহার নয়, নিয়ম মেনে কাজ করবেন।”

প্রাথমিকে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার চিন্তাভাবনা শুরু রাজ্যের

প্রসঙ্গত, গত বছরই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসে হাওড়া জেলায় শিল্প বিনিয়োগের জন্য জমি প্রয়োজন। কিন্তু সেই সংক্রান্ত কাজ থমকে রয়েছে। তা নিয়ে প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট