Firhad Hakim On One Man One Post : ‘এক পদ এক নীতি’ সমর্থন করেননা মমতা, অভিষেকপন্থীদের কড়া দাওয়াই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত পোহালেই ৪ পুরনিগমের ভাগ্য পরীক্ষা। তার আগেই বেনজির বাকযুদ্ধ শুরু হয়েছে দলের অন্দরে। ক্ষোভের আগুনে জল ঢালতে ব্যর্থ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের অন্দরে একাধিক ফাটল ক্রমশ প্রকাশ্য চলে আসছে। কিছুতেই দলের প্রথম সারির নেতৃত্বদের বোঝানো যাচ্ছে না এভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের কোন্দল প্রকাশ্যে না আনতে।
এই পরিস্থিতিতে মদন মদন মিত্র কে শোকজ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই খবর প্রকাশে আসার কিছুক্ষণের মধ্যেই অভিষেক অনুগামীদের বিরুদ্ধে সরব হলেন ফিরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বোমা ফাটালেন তিনি।
স্পষ্ট জানালেন একপদ এক নীতি সমর্থন করেনা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অন্য কোন নীতি নির্ধারণ করবেন এবং দ্রুত তা জানানো হবে। শুধু তাই নয় একইসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বার্তা প্রকাশ করা হচ্ছে তা দল সমর্থন করে না। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। সেই ফেসবুক পোস্টে লেখা ছিল শ্রীরামপুর নতুন সাংসদ চায়। কিশোরগঞ্জ মিটতে না মিটতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একপদ এক নীতিকে সমর্থন জানিয়ে পোস্ট করলেন আকাশ বন্দ্যোপাধ্যায়।
শুধু আকাশ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইঝি অদিতি গায়েনকেও দেখা যায় অভিষেকের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। আকাশ অদিতির পথেই হেটেছে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে দলের এক ঝাঁক তরুণ নেতা।
Madan Mitra : মদন বাণের নিশানায় তৃণমূলের শীর্ষ নেতারা, স্পষ্টবক্তা মদনকে শোকজ করছে দল
সোশ্যাল মিডিয়া জুড়ে যখন ফাটলের ইঙ্গিত স্পষ্ট তখনই ময়দানে নামলেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়ে দিলেন যা বলছি নেত্রীর অনুমোদন নিয়েই বলছি। ব্যানার্জি পরিবারকে নিয়ে বিরোধীদের ভাবার দরকার নেই। সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রচার অন্যায়। পোস্টগুলি বিভ্রান্তি তৈরি করছে তাই বলব অবিলম্বে পোস্টগুলি সরিয়ে নিতে। যা হচ্ছে তার দলের স্বার্থে ভালো হচ্ছে না।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস দুটি পন্থায় বিভক্ত হয়ে গিয়েছে একদল অভিষেক পন্থী। যারা রাজনীতিতে নব্য তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে সমর্থন করছেন অভিষেককে। শুধু তাই নয় দলের নতুনদের জায়গা দেওয়ার ক্ষেত্রে অভিষেকের নীতিকেই প্রশংসা করছেন তারা।
অন্যদিকে আরেক দল রয়েছে মমতা পন্থী যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা ভোগ করে আসছেন। শুধু তারাই নয় তারা ছাড়াও পরিবারের অনেকেই ক্ষমতার অলিন্দে চলে আসছেন। যা মেনে নিতে পারছেন না দলে আসা তরুণ প্রজন্মের একাংশ। বরাবরই মাদার বনাম যুব সংগঠনের দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ হচ্ছে।