মৎস্য চাষিদের পাশে রাজ্য সরকার,তুলে দেওয়া হলো মাছের খাওয়ার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের মৎস্য দফতরের আর্থিক সহযোগীতায় রাজ্যের বিভিন্ন ব্লকের মৎস্য চাষিদের চারাপোনা ও মাছের খাওয়ার  প্রদানের কর্মসূচি চলছে।

অন্যান্য ব্লকের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার  ব্লকের  ১৫ জন মৎস্য চাষিদের হাতে ২৮০ কেজি করে নোনাজলে চাষের জন্য ভেনামি ও চিংড়ির চারাপোনা প্রদান করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার দে, নন্দকুমার ব্লকের বিডিও মহম্মদ আবু তৈয়ব, পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ পুলকার দুর্ঘটনা রুখতে বেলদায় রুটিন তল্লাশি পুলিশের

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা থেকে শিল্প, কৃষি থেকে মৎস্য সবদিকে সমান ভাবে নজর দিয়ে মানুষের পাশে থেকে উন্নয়নের কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে।

নন্দকুমার ব্লকে বহু চাষী ভেনামি ও চিংড়ি চাষ করে অর্থ উপার্জন করে চলেছে।

সরকারের পক্ষ থেকে মাছের খাওয়ার ও চারাপোনা পেয়ে খুশি স্থানীয় মৎস্য চাষিরা।

সম্পর্কিত পোস্ট