বিপুল সাফল্যের মাঝে বিধাননগরের প্রাপ্ত ভোট শতাংশ কাঁটা শাসকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরোধীদের যাবতীয় স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে ধুলিস্যাৎ করে সোমবার রাজ্যের চার পুরনিগমে একপেশে জয় পেয়েছে তৃণমূল। কিন্তু এরই মাঝে কাঁটার মতো বিঁধছে বিধাননগরে তাদের প্রাপ্ত ভোট শতাংশের হার। বিষয়টি ঠিক কি?
৪১ ওয়ার্ডের বিধাননগর পুরনিগমের ১৭ টি ওয়ার্ডেই ৮০ শতাংশের ওপর ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। এর মধ্যে ৪ টি ওয়ার্ডে আবার ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছে তারা! এমনকি দুটি ওয়ার্ডে ৯৪ শতাংশের বেশি ভোট পাওয়ার নজির তৈরি হয়েছে!
ঘটনাচক্রে পুরনো বিধাননগর পুরসভা এলাকা, অর্থাৎ সল্টলেকের ওয়ার্ডগুলিতে এটা তেমন একটা ঘটেনি। মূলত লেকটাউন, দক্ষিণদাঁড়ি, বাগুইআটির দিকের ওয়ার্ডে শাসকদলের প্রার্থীদের এই অস্বাভাবিক হারে ভোট পেতে দেখা গিয়েছে!
তৃণমূল ঝড়ে ‘থার্ড বয়’ বিধায়ক!
এখানেই প্রশ্ন উঠছে। গণতন্ত্রে একজন প্রার্থী কী করে ৯০ শতাংশের বেশি ভোট পান সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। তৃণমূল নেতৃত্বের একাংশও ঘরোয়া আড্ডায় বলছেন, এভাবে ভোট না পেলেও চলত!
বিধাননগরে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বামেরা। কিন্তু তাদের প্রাপ্ত ভোট শতাংশের হার ১০ এর সামান্য বেশি। বিরোধীরা সব মিলিয়ে ২২ শতাংশের বেশি ভোট পাননি। এই বিষয়টিকে হাতিয়ার করে বিধাননগরের ভোটে বেনিয়মের অভিযোগ তোলা হচ্ছে।
এখানেই তৃণমূলের স্থানীয় নেতৃত্বের কটা বিষয় বোঝার আছে। এমনিতেই তাঁরা বিধাননগরে জয়ী হতেন। কিন্তু এক-তৃতীয়াংশের বেশি ওয়ার্ডে অস্বাভাবিকহারে ভোট পেয়ে নিজেদের জয়কেই প্রশ্নবিদ্ধ করে তুললেন। যা রাজ্যের শাসকদলের পক্ষে শুভ বিঞ্জাপন নয়।