Mamata Banerjee Siliguri : কাউন্সিলরদের সঙ্গে কথা বলে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিলিগুড়ি পুর নিগম দখলের পরই শিলিগুড়িকে ( Mamata Banerjee Siliguri ) আরও ঝকঝকে করে গড়ে তোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দীর্ঘ এক দশক পর ৩৭টি ওয়ার্ডে জয়ী হয়ে শিলিগুড়ি ( Mamata Banerjee Siliguri ) পুর নিগম দখল করেছে তৃণমুল কংগ্রেস।

মঙ্গলবার সকালে জয়ী তৃণমূল ( Mamata Banerjee Siliguri ) কংগ্রেসের কাউন্সিলরদের সাথে কথা বলে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলর দের নির্দেশ দেন মানুষকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে কাজ করতে হবে।শিলিগুড়ি থেকে কলকাতায় যাতে ৬ ঘন্টায় আসা যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ‍্যমন্ত্রী বলেন, “এখানকার ট্রাফিক সিস্টেম ঢেলে সাজানো হবে। একটি ট্যারিফ প্ল্যান করতে হবে। যাতে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। কিভাবে সমস্যার সমাধান করা যায় তার প্ল্যান তৈরি করুন। প্রত্যেক পাড়াতে ছোট ছোট দোকান করতে হবে। তিস্তা সিটি তৈরি হচ্ছে। শিলিগুড়ি গেটওয়ে হয়েছে।”

Ashok Bhattacharya Siliguri : অশোক ভট্টাচার্যের পরাজয়ে বদলে গেল বঙ্গ সিপিএমের সমীকরণ

গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই ভাবে শিলিগুড়ির ( Mamata Banerjee Siliguri ) উন্নয়নের জন্য কাজ করবো। তিনি নির্দেশ দিয়েছেন রাজার হাট ও কলকাতার মত ঝা চকচকে শহর তৈরী করা যায়। শপথ গ্রহনের পরই কিভাবে কাজ শুরু হবে নিয়ে আলোচনা করবো।

এবারের শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনের ফলাফল-2022 Mamata Banerjee Siliguri 

01. তৃণমূল কংগ্রেস – সঞ্জয় পাঠক
02. তৃণমূল কংগ্রেস – গার্গী চ্যাটার্জি
03. তৃণমূল কংগ্রেস – রামভজন মাহাতো
04. বিজেপি – বিবেক সিং
05. বিজেপি – অনিতা মাহাতো
06. তৃণমূল কংগ্রেস – আলম খান
07. তৃণমূল কংগ্রেস – পিন্টু ঘোষ
08. বিজেপি – শালিনী ডালমিয়া
09. বিজেপি – অমিত জৈন
10. তৃণমূল কংগ্রেস – কমল আগরওয়াল
11. বিজেপি – মঞ্জুশ্রী পাল
12. তৃণমূল কংগ্রেস – বাসুদেব ঘোষ
13. তৃণমূল কংগ্রেস – মানিক দে
14. তৃণমূল কংগ্রেস – শ্রাবণী দত্ত
15. তৃণমূল কংগ্রেস – রঞ্জন সরকার
16. কংগ্রেস – সুজয় ঘটক
17. তৃণমূল কংগ্রেস – মিলি সিনহা
18. তৃণমূল কংগ্রেস – সঞ্জয় শর্মা
19. সিপিআই(এম)- মৌসুমী হাজরা
20. তৃণমূল কংগ্রেস – অভয়া বোস
21. তৃণমূল কংগ্রেস – কুন্তল রায়
22. CPI(M)- দীপ্ত কর্মকার
23. তৃণমূল কংগ্রেস – লক্ষ্মী পাল
24. তৃণমূল কংগ্রেস – প্রতুল চক্রবর্তী
25. তৃণমূল কংগ্রেস – জয়ন্ত সাহা
26. তৃণমূল কংগ্রেস – সিক্তা দে বসু রায়
27. তৃণমূল কংগ্রেস – প্রশান্ত চক্রবর্তী
28. তৃণমূল কংগ্রেস – সম্প্রিতা দাস
29. সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী
30. তৃণমূল কংগ্রেস – সাথী দাস
31. তৃণমূল কংগ্রেস – মৌমিতা মন্ডল (মউ)
32. তৃণমূল কংগ্রেস – তাপস চ্যাটার্জি
33. তৃণমূল কংগ্রেস – গৌতম দেব
34. তৃণমূল কংগ্রেস – বিমান তরফদার
35. তৃণমূল কংগ্রেস – সম্পা নন্দী
36. তৃণমূল কংগ্রেস – রঞ্জন শীল শর্মা
37. তৃণমূল কংগ্রেস – অলোক ভক্ত
38. তৃণমূল কংগ্রেস – দুলাল দত্ত
39. তৃণমূল কংগ্রেস – পিংকি সাহা
40. তৃণমূল কংগ্রেস – রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)
41. তৃণমূল কংগ্রেস – শিবিকা মিত্তল
42. তৃণমূল কংগ্রেস – শোভা সুব্বা
43. তৃণমূল কংগ্রেস – সুখদেব মাহাতো
44. তৃণমূল কংগ্রেস – প্রীতিকানা বিশ্বাস
45. সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম
46. ​​তৃণমূল কংগ্রেস – দিলীপ বর্মণ
47. তৃণমূল কংগ্রেস – অমর আনন্দ দাস

সম্পর্কিত পোস্ট