Duyare Sarkar Camp : প্রথম দিনেই সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দিনেই রাজ্যে মোট ৫,৭০২টি দুয়ারে সরকার ( Duyare Sarkar Camp ) ক্যাম্প হয়েছে। যেখানে ১২ লক্ষ ৫৬ হাজার ৪৭১-এর বেশি মানুষ এসেছেন। সবথেকে বেশি মানুষ এসেছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্পগুলিতে ( Duyare Sarkar Camp )। ২ লক্ষ ৫১ হাজারের বেশি।
Duyare Sarkar Camp
তারপরেই হুগলি—প্রায় এক লক্ষ মানুষ এসেছেন। গতবারের মতো এবারও সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। পাশাপাশি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও জাতিগত শংসাপত্রের জন্যও আবেদনপত্র জমা পড়েছে অনেক। করবে। যদিও এমন রিপোর্ট এখনও মেলেনি।
প্রথম দিনেই ১,৩০০-র বেশি স্বাস্থ্যশিবির করা হয়েছে দুয়ারে সরকার ( Duyare Sarkar Camp ) ক্যাম্পে। যেখানে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ডায়াবেটিস, হাইপারটেনশন সহ নানান পরীক্ষা করা হয়েছে।এবারের দুয়ারে সরকার ক্যাম্পে রাখা হয়েছে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা।
ICDS Centre : অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের
পাশাপাশি মাপা হচ্ছে শিশুদের ‘বডি মাস ইন্ডেক্স’। এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় শরীরের উচ্চতা ও ওজনের আনুপাতিক হার, যা দিয়ে বোঝা যায় একটি শিশু ঠিকমতো পুষ্টিকর খাবার পাচ্ছে কি না। এক আধিকারিক জানান, যদি কোনও এলাকায় একাধিক শিশুর অপুষ্টিজনিত সমস্যা ধরা পড়ে তবে সরকার দ্রুত প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ করবে।