Bangla Awas Yojana : গ্রামীণ এলাকায় প্রায় ৪ লক্ষ বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার আগামী দু’বছরের মধ্যে গৃহহীন মানুষদের জন্য আবাস যোজনা ( Bangla Awas Yojana ) প্রকল্পের আওতায় আরও প্রায় ৫ লক্ষ্য বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। গ্রামাঞ্চলে বাংলা আবাস যোজনা ( Bangla Awas Yojana ) এবং পুরসভা এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই বাড়ি গুলি তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এর জন্য ২০২৩ সালের ৩১ মার্চ সময়সীমা ধার্য করা হয়েছে। সম্প্রতি আবাস যোজনা ( Bangla Awas Yojana )প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে গ্রাম এবং শহর অঞ্চলের আবাস যোজনার রূপায়নের দায়িত্বে থাকা পঞ্চায়েত ও পুর ও নগরোন্নয়ন দফতরকে বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
World Bengal Trade Conference : বুধবার নবান্নে প্রস্তুতি বৈঠক, থাকবেন শিল্পপতিরাও
Bangla Awas Yojana
আগামী দু বছরে পুর এলাকায় ১ লক্ষেরও বেশি এবং গ্রামীণ এলাকায় প্রায় ৪ লক্ষ বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১০ বছরে এই দু’টি প্রকল্পের আওতায় রাজ্যে ৪৫ লক্ষ ৮৭ হাজার ৭১৭টি বাড়ি তৈরি করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে ওই সংখ্যা ৫০ লক্ষ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।