Westbengal Budget 2022 :৭ মার্চ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণের খসড়া তৈরির কাজ শুরু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৭ মার্চ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ( Westbengal Budget 2022 ) শুরু হতে চলেছে। ওই দিন রাজ্যপালের অভিবাসনের মধ্যে দিয়ে এই অধিবেশন শুরু হবে। এইজন্যে ভাষণের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে।

সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৯ মার্চ আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন বলে সূত্রের খবর। এইদিকে অধিবেশনের জন্য রাজ্যপাল সঠিক সময়ে বিধি মেনে নোটিশ জারী করবেন বলে আশা প্রকাশ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Bangla Awas Yojana : গ্রামীণ এলাকায় প্রায় ৪ লক্ষ বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা

Westbengal Budget 2022

২ মার্চ রাজ্যে বাজেট অধিবেশনের আরম্ভের দিন ধার্যের কথা ছিল। কিন্তু ওইদিন রাজ্যের ১০৮ পুরসভার গণনা থাকার জন্য অনেক বিধায়কের অনুপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩ তারিখ থেকে বারাণসী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই মার্চের শুরুতেই নয় কিছুদিন পর রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে বিধানসভা সূত্রে। আগামী ৭ মার্চ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরু হচ্ছে। সেদিনই রাজ্যপাল জগদীপ ধনখড় প্রারম্ভিক ভাষণ দেবেন। যার পরই শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন।

সম্পর্কিত পোস্ট