Putin Recognised Donetsk & Luhansk :পুতিনের কৌশলী চালে ভেঙে গেল ইউক্রেন!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোলাগুলি ব্যবহার না করেই ইউক্রেনের উপর বড় আঘাত হানল রাশিয়া। ভ্লাদিমির পুতিনের কৌশলী চালে সোমবার ইউক্রেন থেকে স্বাধীন হয়ে গেল রুশ অধ্যুষিত দুটি অঞ্চল ( Putin Recognised Donetsk & Luhansk )। রাতারাতি এই ঘটনায় চমকে দিয়েছে গোটা পশ্চিমী দুনিয়া।
ইউক্রেনের পূর্ব প্রান্তের ডোনেৎস্ক ও লুগানস্কে ( Putin Recognised Donetsk & Luhansk ) অঞ্চল দুটি রুশ অধ্যুষিত। সেখানে ইউক্রেনীয়দের সংখ্যা এমনিতেই কম। দীর্ঘদিন ধরে ওই এলাকার রুশরা দাবি করছে তাদের ওপর অত্যাচার করছে ইউক্রেন সরকার।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর এই দুই অঞ্চলের রুশদের উপর ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণ আরও বৃদ্ধি পায়। গত আট বছরে এই দুই এলাকায় প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রুশ বলে খবর।
Russia-Ukraine crisis : শেষ পর্যন্ত হামলা করল রাশিয়া!
রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন অনেকদিন ধরেই ডোনেৎস্ক ও লুগানস্কেতে ইউক্রেনের সেনাবাহিনীর আগ্রাসনের বিরোধিতা করে আসছেন। রুশ সরকার এই এলাকার রুশ বিদ্রোহীদের সরাসরি অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে।
Putin Recognised Donetsk & Luhansk
কিন্তু সাম্প্রতিক উত্তেজনার আবহে রাশিয়া এই দুই এলাকা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেবে বলে কেউ ভাবতে পারেনি। কিন্তু সোমবার দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি আলোচনা করার পর সংবাদমাধ্যমে দীর্ঘ ভাষণ দিয়ে ইউক্রেনের রুশ অধ্যুষিত এই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করেন পুতিন।
সেই সঙ্গে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই স্বাধীন রাষ্ট্রের উপর ইউক্রেনের কোনও গাজোয়ারি মেনে নেবে না রাশিয়া। এই পরিস্থিতিতে রাশিয়ার এই ঘোষণার বিরোধিতা করেছে ইউরোপীয় নেতারা। যদিও তাদের বিশেষ কিছু করার আছে বলে মনে করছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।