আইপ্যাককে আর চায় না গোয়ার তৃণমূল নেতারা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে তৃণমূলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু তাঁকেই এখন সম্পূর্ণ বিদায় করে দেওয়ার পথে বসতে চলেছে তৃণমূল। এমনকি গোয়ার তৃণমূল নেতারাও তাঁকে আর চাইছেন না!
গত ১৪ ফেব্রুয়ারি গোয়ার ৪০ টি আসনে নির্বাচন হয়েছে। আগামী ১০ মার্চ ফল প্রকাশ। কিন্তু গোয়ার তৃণমূল রাজ্য সভাপতি কিরণ কান্ডোলকর স্পষ্ট জানিয়েছেন ভোট পর্ব মিটতেই তৃণমূল প্রার্থীদের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখছেন না পিকের আইপ্যাক। এমনকি তিনি বলে বসেন, আমি হাই আইপ্যাককে নিয়ে তিতিবিরক্ত। ওদের সঙ্গে পথ চলা মুশকিল।
আনিস কান্ডের প্রতিবাদে মহাকরণ অভিযান, রয়েছে অশান্তির আশঙ্কা
উল্লেখ্য এবারের বিধানসভা ভোটে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধে গোয়ায় লড়াই করেছে তৃণমূল। কিন্তু আগে থেকেই সে রাজ্যের তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন এক্তিয়ার বহির্ভূত হস্তক্ষেপের চেষ্টা করছে পিকে। এই কথা জানতে পেরে কলকাতা থেকেই আইপ্যাকের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা দেন তৃণমূল নেত্রী। মনে করা হচ্ছে সেই কারণেই গোয়ার তৃণমূল নেতাদের সঙ্গে অসহযোগিতা শুরু করেছে তারা, যা পেশাদারিত্বের চরম পরিপন্থী।
গোয়া তৃণমূলের রাজ্য সভাপতি জানিয়েছেন তাঁরা দলীয় প্রার্থীদের নিয়ে খুব দ্রুত পরিস্থিতি পর্যালোচনায় বসবেন। তবে রাজ্য সভাপতি পদে থাকবেন বলে জানিয়েছেন কিরণ কান্ডোলকর। ওয়াকিবহাল মহলের মতে গোয়ার তৃণমূল নেতাদের ক্ষোভের কথা জানতে পারার পর মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের উপর আরও রুষ্ঠ হবেন। সে ক্ষেত্রে ‘টিম পিকে’র বিদায় প্রায় নিশ্চিত।