Howrah SP Soumya Roy : এখনও এসপি পদে সৌম্য, বিধায়িকা স্ত্রীর জন্য কি বিশেষ সুবিধা পাচ্ছেন এই পুলিশ কর্তা?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনিস কাণ্ডে পরিবারের সিবিআই তদন্তের দাবির মাঝেই পুলিশের দুই নিচুতলার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া কাশীনাথ বেরা হোমগার্ড ও প্রীতম ভট্টাচার্য সিভিক ভলেন্টিয়ার। দু’জনেই আমতা থানায় কর্মরত ছিলেন। কিন্তু এই গ্রেফতারির পর ধৃতদের পরিবারের পক্ষ থেকেও সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। ফলে চাপ আরও বেড়েছে রাজ্য সরকারের উপর।

হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হলেও সিবিআইয়ের দাবী থেকে সরতে রাজি নন মৃত ছাত্রনেতার পরিবার। আনিসের দাদা সাব্বির খান বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউ আমার ভাইকে খুন করেনি। খুনিদের ধরা হচ্ছে না। আমরা সিবিআই তদন্ত চাই।

Howrah SP Soumya Roy

এদিকে ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা বুধবার সন্ধেয় দাবি করেন পুলিশের উপর তলার কর্তাদের বাঁচাতে তাঁর স্বামীকে বলির পাঁঠা করা হয়েছে। তাঁর দাবি একজন হোমগার্ড হয়ে কাশীনাথ কারোর বাড়িতে তল্লাশি চালাতে পারেন না। একমাত্র উপরের কর্তারা নির্দেশ দিলে তবে সেটা সম্ভব। এরপরই তিনি স্বচ্ছ তদন্তের স্বার্থে সিবিআইয়ের দাবি জানান।

নিয়ম বলছে রাজ্যে কোন‌ও হোমগার্ড কারোর বাড়িতে তল্লাশি চালাতে পারেন না বা কাউকে গ্রেফতার করতে পারেন না। এখানেই প্রশ্ন, তবে কি উপরের তলার কোন‌ও পুলিশ কর্তার নির্দেশেই আমতা থানা ধৃত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারকে আনিস খানের বাড়িতে পাঠিয়েছিল সেই রাতে?

Anis Khan Death : আনিস কান্ডে গ্রেফতার ২, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও ২ জনকে

এই প্রসঙ্গে অভিযোগের আঙুল উঠছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়ের ( Howrah SP Soumya Roy ) দিকে। ঘটনাচক্রে যিনি তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রের স্বামী। আনিসের ন্যায় বিচারের দাবিতে পথে নামা  আন্দোলনকারীদের একাংশের বক্তব্য, গোটা ঘটনায় জেলা পুলিশের একেবারে শীর্ষস্তরের যোগ আছে। তাই সৌম্য রায়কে পদ থেকে না সরালে স্বচ্ছ তদন্ত সম্ভব নয়।

অতীতে বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে পুলিশ সুপারের ( Howrah SP Soumya Roy ) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তাঁকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। কিন্তু সৌম্য রায়ের বিরুদ্ধে সেই নিয়মের ব্যতিক্রম হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বিধায়িকা স্ত্রীর জন্য বিশেষ সুবিধা পাচ্ছেন ওই পুলিশ কর্তা?

সম্পর্কিত পোস্ট