পাহাড় সুন্দরী দার্জিলিং কার পক্ষে থাকবে? গুরুং আজও প্রাসঙ্গিক কিনা জানা যাবে বুধবার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাত পোহালেই পুরভোটের ফল। এবারের পুরভোটে সমতলের পাশাপাশি পাহাড় সুন্দরী দার্জিলিংয়ের মানুষও ভোট দিয়েছেন। কিন্তু ভোটের দিন একটুও অশান্তি না হওয়ায় কিছুটা যেন অলক্ষ্যেই থেকে গিয়েছে দার্জিলিং। সেখানে যে আদৌ ভোট হয়েছে সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না! কিন্তু দার্জিলিংয়ের মানুষ এবার কোন দিকে রায় দিলেন তা নিয়ে যথেষ্ট কৌতুহল আছে রাজনৈতিক মহলে।
দার্জিলিঙের পুরভোটে গুরুং ফ্যাক্টর এবার কতটা কাজ করবে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে! দীর্ঘ দেড় দশক ধরে দার্জিলিংয়ের সর্বেসর্বা হয়ে ছিলেন বিমল গুরুং। এমনকি তরুণ সাব-ইন্সপেক্টর অমিতাভ মালিক হত্যা মামলায় অভিযুক্ত হয়ে ফেরার থাকার সময়েও তাঁর অঙ্গুলিহেলনে নিজেদের রায় দিয়েছে দার্জিলিঙের মানুষ।
কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলেছে। গুরুং বিজেপির হাত ছেড়ে তৃণমূলে দিকে ঝুঁকলেও পাহাড়ে নিজস্ব জনভিত্তি তৈরি করেছে গেরুয়া শিবির। তাদের সঙ্গে আছে প্রয়াত সুবাস ঘিসিংয়ের জিএনএলএফ।
এই পরিস্থিতিতে পুরভোটে দার্জিলিং পাহাড়ে লড়াই হয়েছে ত্রিমুখী বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছে তৃণমূল। দার্জিলিং হল একমাত্র পুরসভা যেখানে কোনও শরিক দলের সঙ্গে হাত মিলিয়েছে বাংলার শাসক দল। এখানে মাত্র ১০ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাকি ২২ টি ওয়ার্ডে লড়াই করেছে গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা।
Minakshi Mukherjee : মীনাক্ষীর কেস ডায়রিতে নির্লজ্জ মিথ্যাচার পুলিশের !
অপরদিকে তৃণমূলের শরিক হলেও আনীত থাপা শাসক দলের সঙ্গে জোট বাঁধেননি। কারণ তিনি পরিষ্কার জানিয়েছেন বিমল গুরুংয়ের সঙ্গে কোনমতেই সমঝোতার পথে হাঁটবেন না। ৩২ টি ওয়ার্ডেই পৃথক প্রার্থী আছে অনীতের দলের।
এদিকে অনেক চাপান-উতোরের পর শেষ পর্যন্ত হাতে হাত মিলিয়ে পুরভোটে লড়াই করেছে বিজেপি ও জিএনএলএফ। এই পরিস্থিতিতে ত্রিমুখী লড়াইয়ের শেষে দার্জিলিংয়ের মানুষ কার পক্ষে রায় দিয়েছে তা আগাম অনুমান করা বড় কঠিন। যদিও রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা শেষ পর্যন্ত এই পুরসভায় ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হতে পারে।