গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙন রুখতে পরিকাঠামো তৈরীতে রাজ্যকে অর্থ বরাদ্দ কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙন ও বন্যা রোধে পরিকাঠামো তৈরি করতে রাজ্য সরকারের দাবি মেনে অর্থ বরাদ্দ করতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। তবে রাজ্যের দাবি মত ৭৫ শতাংশ নয়।
নবান্ন সূত্রে খবর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম কর্মসূচির অধীনে বাঁধ নির্মাণ,সংস্কার, ড্রেজিং, পাড় বাঁধানোর মত কর্মসূচির জন্য ৬০ শতাংশ অর্থ বরাদ্দ করা হবে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙন রুখতে পরিকাঠামো তৈরী
এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১,২৩৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবনে আয়লা বিধ্বস্ত এলাকায় রিং বাঁধ তৈরির জন্য ১০০০ কোটি টাকা, কান্দি মাস্টার প্ল্যানের কাজের জন্য ৮০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব কেন্দ্রকে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
বিজেপির মতুয়া গড় ভেঙে তছনছ, নদিয়ার ফলে বামেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
কেলেঘাই-কপালেশ্বরী আংশিক সংস্কারের জন্য ১৬০ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। উল্লেখ্য
গত ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০২১ সালের অগস্টে রাজ্যের মন্ত্রীদের একটি প্রতিনিধি দলও দিল্লি গিয়ে জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করে একই মর্মে দাবি জানায়।