এয়ার টার্বুলেন্স সত্ত্বেও মমতার বিমান বিভ্রাট ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে সফর থেকে ফেরার সময় শুক্রবার সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান হঠাৎই সমস্যায় পড়েছিল। এই খবর সকলেরই জানা। হঠাৎ করেই এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান এক ঝটকায় সাত হাজার ফুট উচ্চতা থেকে দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসে। ঘটনাটি কলকাতা বিমানবন্দরের একেবারে কাছেই ঘটে।
তার মিনিট চারেকের মধ্যে মুখ্যমন্ত্রীর ১০ আসনের ফ্যালকন বিমানটি দমদম নেতাজি সুভাষ এয়ারপোর্টে অবতরণ করে। কিন্তু এই ঘটনায় মুখ্যমন্ত্রীর কোমরের পুরনো আঘাতের জায়গায় ফের লেগেছে। সূত্রের খবর কোমরের যন্ত্রণায় কিছুটা হলেও কাহিল হয়ে পড়েছেন মমতা। কিন্তু হঠাৎ এইরকম দুর্বিপাক ঘটল কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এবং লাইভ রিস্কের কথা মাথায় রেখে সর্বদা কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অভ্যন্তরে তিনি যেখানেই যান ভিভিআইপি সুরক্ষা পান। স্বাভাবিকভাবেই এটিসি আলাদা করে তাঁর বিমানের খেয়াল রাখবে এটা আশা করাই যায়। কিন্তু শুক্রবার সন্ধের ওই ঘটনায় সেই নজরদারিতে কোনও খামতি হয়েছিল কিনা তা নিয়ে একটি মহলে সংশয় দেখা দিয়েছে।
কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমানের সামনে হঠাৎ করেই অন্য একটি যাত্রীবাহী বিমান এসে পড়েছিল! দুর্ঘটনা এড়াতে বিমানচালক হঠাৎ করে এক ঝটকায় পাঁচ হাজার ফুট নিচে বিমান নামানোর সিদ্ধান্ত নেন। যদিও এই বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি।
Mamata Banerjee UP Visit : উত্তরপ্রদেশ সফর থেকে মমতার লাভ হল অনেকটাই, অখিলেশ একই তিমিরে থেকে গেলেন
বরং এটিসির একটি সূত্র বলছে, হঠাৎ করেই এয়ার টার্বুলেন্স অর্থাৎ বায়ুস্তরের ঘুর্ণির মধ্যে পড়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। তাই দুর্ঘটনা এড়াতে এটিসির সঙ্গে কথা বলেই বিমান চালক এক ঝটকায় অনেকটা নিচে নেমে যান।
সেক্ষেত্রেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, এইরকম সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগের মুহূর্তে মুখ্যমন্ত্রীকে কি আদৌ সতর্ক করে দেওয়া হয়েছিল। যদি সতর্ক করে দেওয়া হতো তবে কিছুটা হলেও নিজেকে সামলে নিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোমরের আঘাত ততটাও গুরুতর হত না!
সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটকে ঘিরে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তর্ঘাত হয়েছিল কিনা এই বিষয়টি সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে। সেইসঙ্গে এই ঘটনা বুঝিয়ে দিল বাংলার জননেত্রীকে আগামী দিনে আরও সাবধানে চলাফেরা করতে হবে।