জলবন্দির হাত থেকে মিলবে রেহাই, বর্ষা শুরুর আগেই নদী এবং খাল পলি মুক্ত করার উদ্যোগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বন্যা এবং নদী ও খালের জল উপচে মানুষের জল বন্দি হয়ে পড়ার সমস্যা রুখতে উদ্যোগী হল রাজ্য সরকার। বর্ষা শুরু হওয়ার অনেক আগে থেকেই নদী এবং খাল পলি মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই রাজ্যের বিভিন্ন নদী ও খালের অবস্থা নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্যের সেচ দফতর।

কোন কোন এলাকায় নদীতে ড্রেজিং করা প্রয়োজন, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ড্রেজিং করতে হবে, কতটা অংশ জুড়ে ড্রেজিং করতে হবে, কোন গ্রাম বা ব্লকে নদীর অবস্থা সব থেকে খারাপ, সমস্ত জেলার থেকে বিস্তারিত জানতে চাইল নবান্ন।

Madhyamik Exam 2022 : সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক, প্রশ্ন ফাঁস রুখতে বিশেষ নজরদারি পর্যদের

পুরসভা এলাকাতেও যদি কোনও খালের ড্রেজিং করতে হয়, তাও জানাতে হবে। গতবছর অভিযোগ উঠেছিল, একাধিক খাল-নদীর ড্রেজিং করা হয় না। তার জেরেই বর্ষাকাল আসার আগেই কয়েক মাস আগে থেকেই ড্রেজিং নিয়ে সতর্ক নবান্ন। সেচ দফতরের তরফেও আলাদা করে রিপোর্ট চাওয়া হয়েছে নদীগুলির ড্রেজিং নিয়ে।

সম্পর্কিত পোস্ট