International Women’s Day : মহিলাদের দ্বারা পরিচালিত শিলিগুড়ি টাউন স্টেশন গড়ল নজির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহিলা দিবসে ( International Women’s Day ) দেশের অন্যান্য মহিলাদের চলার পথে আরো উৎসাহ প্রদান করছে শিলিগুড়ির টাউন স্টেশন। কারণটা শুনলে অনেকে অবাক হতে পারেন। কারণ শিলিগুড়ি টাউন স্টেশন সম্পূর্ণরূপে একটি মহিলাদের দ্বারা পরিচালিত রেল স্টেশন। হাতে গোনা এক দু জন নয়, মহিলা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে ৩ জন্য মহিলা পয়েন্টসম্যান, ২জন পোর্টার, ৪জন জুনিয়ার কমার্শিয়াল ক্লার্ক, ১১জন মাল্টিস্কিলড স্টাফ, ২জন গেট কিপার সহ্ অন্যান্য সব মিলিয়ে মোট ৩০জন মহিলা কর্মী দ্বারা পরিচালিত এই টাউন স্টেশন।
International Women’s Day
পুরুষ বলতে হাতেগোনা দু’একজন। কিন্তু তাকেও তোয়াক্কা না করেই অনায়াসে ট্রেনের অভিমুখ সমস্ত ঋতুতে ৩৬৫ দিন পরিচালনা করছেন আর তারা সবাই মহিলা। শিলিগুড়ি টাউন স্টেশন দেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক রেল স্টেশন। যে স্টেশনে পদধূলি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো মনিষীদের।
আর ২০২২ সালে সেই স্টেশনের পরিচালনা করছেন মহিলারা। শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর-পূর্ব সীমান্ত রেল তো বটেই, গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যে যেমন এই ধরনের স্টেশন আর দ্বিতীয়টি নেই। তেমনি গোটা দেশের ( International Women’s Day ) হিসেব ধরলে এ ছাড়া আর মাত্র তিনটি স্টেশন রয়েছে।
যেখানে মহিলারাই ট্রেন আসা-যাওয়া, সিগনাল, লগ, অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করেন। ফলে ব্যতিক্রমী হিসেবে ইতিমধ্যেই রাজ্যের নজর কেড়েছে স্টেশনটি। ৩০ জন মহিলা শৌচাগার রক্ষক থেকে স্টেশন ম্যানেজার, নিখুঁতভাবে পরিচালনা করছেন সব কাজ। তাও পুরুষের কোন অংশে একরত্তিও কম নয়।
স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টেশন ম্যামেজার প্রতিমা দে বলেন আমাদের স্টেশনে নতুন যাঁরা আসেন তাঁরা সবাই মহিলা বলে অনেকে চমকে যান। ভাল করে খুঁটিয়ে দেখেন। প্রথম প্রথম অস্বস্তি হত, এখন গা-সওয়া হয়ে গিয়েছে। প্রত্যেক মহিলা কর্মী পুরুষদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছ । ”
সাংগঠনিক স্তরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী, বিধায়ক সহ দলের সর্ব স্তরের নেতাদের কড়া বার্তা
এখনকার মেয়েরা সীমান্তে লড়ছে। কোথাও পিছিয়ে নেই। তিনি বলেন, সত্যি বলতে অবশ্যই সহযোগিতার প্রয়োজন হয় আর এখানে তা পেয়েছি। আমরা মহিলারাই সম্মানের সঙ্গে কাজ করছি। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমরা মহিলারাই সকাল থেকে রাত এই স্টেশনে কাজ করি। চিন্তার কিছু নেই, আমরাও কাধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি।
স্টেশনটি পরিচালনার সমস্ত কাজই এখন পুরোদমে চালাচ্ছেন মহিলারা। দিন-রাত চব্বিশ ঘন্টা ডিউটি করতে হচ্ছে মহিলাদের। কার্যত মহিলা দিবসের এই দিনে টাউন স্টেশনের মহিলারা উৎসাহিত করে তুলছেন সারা দেশের ( International Women’s Day ) মহিলাদের।