পোস্টাল ব্যালট গণনায় কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ল বিজেপি

দ্য কোয়ারি ডেস্ক: মহারণের ফল প্রকাশে পর্ব শুরু। পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পোস্টাল ব্যালটে গণনার প্রাথমিক ট্রেন্ড পাওয়া গিয়েছে।

প্রাথমিক প্রবণতায় পাঞ্জাবে একেবারে সমানে সমানে লড়াই চলছে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে। অপরদিকে উত্তরপ্রদেশে পোস্টাল ব্যালট গণনায় প্রায় কিছুটা এগিয়ে আছে বিজেপি। তবে সমাজবাদী পার্টির শুরুটা মন্দ হয়নি।

বিজেপি এই মুহূর্তে পোস্টাল ব্যালট গণনায় ২৯ টি আসনে এগিয়ে আছে। সমাজবাদী পার্টি এগিয়ে আছে ১৮ টি কেন্দ্রে। যদিও এটা একেবারে প্রাথমিক ট্রেন্ড। ভোটের প্রকৃত ফল এরপর আমূল বদলে যেতে পারে।

উত্তরাখণ্ডেও পোস্টাল ব্যালট গণনাতেও সমানে সমানে লড়াই করছে বিজেপি ও কংগ্রেস। সেখানে ইভিএম গণনা শুরু হলে ফলাফল কতটা বদলায় সেদিকে নজর থাকবে আমাদের।

গোয়া, মণিপুর নিয়ে এখনও পর্যন্ত কোন‌ও প্রাথমিক পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি।

তবে খুব স্বাভাবিক নিয়ম মেনেই সবচেয়ে বেশি নজর থাকছে উত্তরপ্রদেশের দিকে। দেশের সর্ববৃহৎ রাজ্যটিতে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারল কি না, নাকি বিরোধীরা তাদের ধাক্কা দিতে সফল হল সেই দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহলের পাশাপাশি আমজনতাও।

একই সঙ্গে আরও কয়েকটি দিকে নজর থাকবে আমাদের আদৌ কি কংগ্রেস পাঞ্জাব ধরে রাখতে পারবে? দেশের শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি কি শেষ পর্যন্ত কোন‌ও রাজ্যে ক্ষমতায় আসবে? বিজেপি উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে সরকার গঠন করতে পারবে?

কৃষক আন্দোলন কতটা ভোগাবে গেরুয়া শিবিরকে? আম আদমি পার্টির অভিযান এই রাজ্যগুলিতে কতটা প্রভাব ফেলবে? দিল্লির পর পাঞ্জাবেও কি আপ সত্যি ক্ষমতায় আসছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা সারাদিন ধরে খুঁজব।

সম্পর্কিত পোস্ট