Industrial Park : বন্ধ কলকারখানার পরিত্যক্ত জমিতে তুন করে শিল্প স্থাপনের ভাবনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধ কলকারখানার পরিত্যক্ত জমি নতুন করে শিল্প স্থাপনের জন্য ব্যবহার করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। সেই সমস্ত পরিতক্ত ফাঁকা জমিতে পরিকাঠামো নির্মাণ এর মাধ্যমে সেগুলিকে শিল্প স্থাপনের জন্য উপযুক্ত করে তোলা হবে। মূলত শিল্পপার্ক ( Industrial Park ) তৈরীর জন্য ওই জমি ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এজন্য পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি , বীরভূম, পূর্ব মেদিনীপুর এই সাতটি জেলায় ইতিমধ্যেই পরিত্যক্ত জমির জন্য সার্ভে করার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গত সপ্তাহে বিভিন্ন জেলার জেলাশাসক দের সঙ্গে বৈঠক করে এই মর্মে নির্দেশ দিয়েছেন।
আগামী এপ্রিল মাসের ২০ ও ২১ তারিখ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন।তার আগেই এই ধরণের জমির বিস্তারিত তথ্য হাতে চায় রাজ্য সরকার।সরকারি সংস্থার পরিত্যক্ত জমি সরকারের ল্যান্ড ব্যাংকে অন্তর্ভুক্ত করা হবে।
Private Bus : যথেচ্ছ ভাড়া নিচ্ছে বেসরকারি বাস, অভিযোগ জানাতে চালু Whatsapp Number
Industrial Park
ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের আসানসোলের “হিন্দুস্তান কেবলস” এর জমি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য। যদিও সেই জমির মালিকানা কেন্দ্রের হাতে। ইতিমধ্যেই সেই জমির সার্ভে রিপোর্ট নবান্নতে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন শিল্পায়নের ( Industrial Park ) জন্য জমি কোনও সমস্যা হবে না। জেলায় জেলায় ইতিমধ্যে শিল্প স্থাপনের উপযুক্ত প্রচুর সংখ্যক জমি চিহ্নিত করা হয়েছে। তৈরি হয়েছে একাধিক শিল্প পার্ক। রাজ্যের বিভিন্ন বন্ধ কল-কারখানায় প্রচুর পরিত্যক্ত জমি রয়েছে। প্রচুর সংস্থার হাতে রয়েছে উদ্বৃত্ত জমি। এইসব জমি কে কাজে লাগিয়ে নতুন করে শিল্প গড়তে চায় রাজ্য সরকার।