বসন্তের বিকেলে রাজীবের অভিযোগের রং মোটা দাগ ফেলতে পারে শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসন্ত এসে গেছে। আকাশে-বাতাসে এখন রঙের মেলা। খাতায়-কলমে আর পাঁচ দিন পর রঙিন হয়ে উঠবে বাংলা। গোটা দেশ। চারিদিকে রঙের বাহারের মাঝেই বাংলার রাজনীতিতে অন্যরকম রঙ ছড়িয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
একসময় দোলে ছোট ছোট বেলুনে রঙ ভরে ছোড়া হতো। তাতে আওয়াজ কম ছিল, কিন্তু ওই বেলুন ফেটে রঙে রাঙা হয়ে যেত সকলে। রাজীব আসলে একটি অভিযোগ করেছেন। তার সেই অভিযোগে বিস্ফোরণের শব্দ কম, ছড়িয়ে পড়া রঙের মতোই প্রভাব অনেক বেশি।
২০২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন। জিতেছিলেন শুভেন্দু অধিকারী। পরাজয়ের পর ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী। পরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন।
শনিবার সেই নিয়ে মুখ খুলে রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ২০২১ এর ভোট গণনার দিন বিকেলে শুভেন্দু অধিকারী তাঁকে ফোন করে বলেছিলেন নন্দীগ্রামে হেরে গিয়েছি। রাজীবের সংগত প্রশ্ন, প্রথমে পরাজয়ের কথা বলার পর কোন যাদু মন্ত্রে শুভেন্দু কয়েক ঘন্টা পর জয়ী হলেন?
Babul Supriya : প্রথম একাদশের ইচ্ছাপূরণ ! মমতার ঘোষণা বালিগঞ্জে প্রার্থী বাবুল
কুণাল ঘোষ ও জয়প্রকাশ মজুমদারকে পাশে নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস আগামী দিনে বাংলার রাজনীতিতে যে ব্যাপক প্রভাব ফেলবে তা এখন থেকেই অনুমান করা যায়। শুধু তিনি নন, জয়প্রকাশ মজুমদারও এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
জানান, সেদিন বিকেলে বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দুর হেরে যাওয়ার কথা জানিয়েছিলেন। এর কিছুক্ষণ পর হঠাৎই জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন অধিকারী পরিবারের সন্তান। তারপর নিশ্চিত হওয়ার জন্য শুভেন্দুকে ফোন করলে তিনি নাকি রহস্যময় হাসি হেসে বলেছিলেন, অনেক কিছু করতে হয়েছে জয়প্রকাশদা!
রং ভর্তি বেলুনের মতো রাজীবের এই বিস্ফোরক অভিযোগ আগামীদিনে শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার চাঁচর পড়ানোর মতো শেষ করে দিতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছেন!