শহিদ মিনারে অমিত শাহ

দ্য কোয়ারি ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। তারই মাঝে কলকাতায় শহিদ মিনারে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রচারে হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে কী কী বললেন তিনি একনজরে-

বিজেপির জয়যাত্রা উন্নয়নের জয়যাত্রা। মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন।

বাংলায় সিএএ নিয়ে নানারকম অপপ্রচার চালানো হয়েছে।

আগে মুখ্যমন্ত্রী বলতেন বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। এখন বাংলা থেকে ১৮ জন সংসদে প্রতিনিধিত্ব করছেন।

৪২টির মধ্যে ১৮টি আসন পাওয়ার জন্য বাংলাকে ধন্যবাদ। ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ পার করিয়েছে বাংলা।

বিধানসভায় বিজেপি বাংলায় সংখ্যাগরিষ্ঠতা পাবে

মমতা দিদি বিজেপিকে আটকাতে পারবেন না

আজকের সভা থেকে শুরু আর নয় অন্যায় অভিযান

৩৭০ অনুচ্ছেদের বিলোপ ঘটিয়েছেন মোদিজি।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা পূরণ করেছেন মোদিজি।

সিএএ এর নামে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল-কংগ্রেস-সিপিএম।

সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার নয়।

সিএএ-র থেকে আপনাদের নাগরিকত্ব যাবে না।

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীতা কেন করছেন?

মমতাদিদি, আপনি বড়মার, অম্বেদকরের বিরোধিতা করছেন

পাঁচ বছর আমাদের দিন, আমরা সোনার বাংলা তৈরি করে দেব।

ভাইপো থেকে পঞ্চায়েতপ্রধান, সকলেই দুর্নীতিতে ডুবে রয়েছেন।

রামমন্দির তৈরি করার ক্ষেত্রে বাধা তৈরি করেছেন মমতা-কংগ্রেস-সপা।

কোনও রাজপুত্র বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন না। বাংলার মাটি থেকে উঠে আসা ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।

দিদিকে বলুন, দিদি আর নয় অন্যায়।

বিজেপি ক্ষমতায় এলে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সম্পর্কিত পোস্ট