Anis Khan Death : মমতায় ভরসা ! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন কাশেম সিদ্দিকী
সহেলী চক্রবর্তী
২৮ ফেব্রুয়ারী রাজ্যজুড়ে পৌরসভা নির্বাচন যখন চলছিল ঠিক সেইসময় আনিস মৃত্যুর তদন্ত কতদূর এগোল তা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে। আনিসের বৃদ্ধ বাবা সেলিম খান কান্নাভেজা চোখে দাবি করেছিলেন সিবিআই তদন্তের।
তিনি জানিয়েছিলেন সিটের তদন্তের ওপর তার কোন ভরসা নেই। শুধু তাই নয়, রাজ্য পুলিশ যে তদন্ত করছে তাতেও তিনি ভরসা রাখতে পারছেন না তার দাবি আনিসের মৃত্যুর জন্য দায়ী পুলিশই।
সেদিনই আনিসের বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে পৌঁছন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। শুধু তাই নয় সেদিন তারা হাওড়া এসপি অফিস অভিযানের ডাক দিয়েছিলেন। হাজার হাজার মানুষ সেদিন জড়ো হয়েছিলেন আনিস খানের হত্যায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে।
পীরজাদা কাসেম সিদ্দিকী জানিয়েছিলেন তিনি সিবিআই তদন্ত। একই সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও। তারপর জল গড়িয়েছে অনেকদূর দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছিল এসএসকেএম-এ তার রিপোর্ট ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে আদালতে। সিবিআই তদন্তের দাবিতে এখনো সরব সেলিম খান।
Nandigram Diwas : উন্নয়ন হয়নি, হয়েছে রাজনীতি ; মুখ্যমন্ত্রীর দেখা চাইছে নন্দীগ্রাম
তবে আন্দোলনের মূল ঘুরতে বেশি সময় লাগবে না সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি গোটা বিষয়টি জানিয়েছেন তার উপলব্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্তের শেষ দেখে ছাড়বেন।
কাসেম সিদ্দিকী দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের উপর ভরসা করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তাঁর উপর বিশ্বাস রাখার কথা জানিয়েছেন।
প্রশ্ন উঠছে এখানেই। কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের অনেক নেতাই বর্তমানে যারা আই এস এফ এর সঙ্গে যুক্ত তারা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যাতে কাসেম সিদ্দিকী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করছেন?
কাসেম সিদ্দিকী জানিয়েছেন তিনি নিজে মঙ্গলবার আনিসের বাবার কাছে গিয়ে এই সাক্ষাতের বিষয়ে কোন জানাবেন।দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। এখানে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।
তাহলে কি ক্রমশই ধামাচাপা পড়ে যেতে চলেছে আনিস খানের মৃত্যুর তদন্ত? যে বা যারা আনিস খানের মৃত্যুর সঙ্গে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছিলেন আজ তাদের উল্টো সুর। তাহলে এই কিসের ইঙ্গিত?