State CPIM Md Selim : রাজ্য সম্পাদকের দায়িত্ব পেলেন বাম নেতা মহম্মদ সেলিম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বামেদের ২৬ তম রাজ্য সম্মেলন  শেষ।  এবারে সিপিআইএমের রাজ্য কমিটিতে বড় রদবদলের সাক্ষী থাকল বাংলা।  তৈরি হয়ে গেল বামেদের নতুন রাজ্য কমিটি। সেখানেই রাজ্য সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ বদল  যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিপিআইএম-র নতুন রাজ্য সম্পাদকের দায়িত্ব পেলেন বাম নেতা মহম্মদ সেলিম ( State CPIM Md Selim )।

নতুন কমিটিতে তরুণদের উপর ভরসা করেছেন প্রবীণরা তা স্পষ্ট হয়ে গিয়েছে জায়গা পেয়েছেন এসএফআই ডিওয়াইএফআই-র একাধিক তরুণ তুর্কি। সৃজন  ভট্টাচার্য্য প্রতিকূল রহমান মীনাক্ষী মুখার্জি দের মত লড়াকু নেতৃত্বরা এবারের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন।

State CPIM Md Selim

৮০ জনের রাজ্য কমিটিতে পুরানো ৫৬ জন থেকে গেলেন এবং বাকিরা নতুন মুখ। কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে সিপিআই(এম)-র রাজ্য সম্মেলন। দলের প্রয়াত দুই নেতা নিরুপম সেন ও শ্যামল চক্রবর্তীর নামে মঞ্চের নামকরণ করা হয়েছে।

সিপিএমের ব্যাটন কার হাতে যাবে তা ঠিক হবে আজ‌ই

৭২ বছরের বেশি বয়সী কাউকে রাজ্য কমিটিতে রাখা হবে না। এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল বঙ্গ সিপিআই(এম)। ষাটোর্ধ্ব কোনও নেতাকে নতুন করে কোনও কমিটির সদস্য না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। বয়সসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জেলা, এরিয়া, জোনাল কমিটিতেও।

সেই ছকেই এবার সিপিএমের রাজ্য কমিটিতে নেই সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, নেপালদেব ভট্টাচার্য। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সিপিএমের তরফে রাজ্য কমিটি ঘোষণা করা হয়নি।

সম্পর্কিত পোস্ট