Sariska Tiger Reserve : আগুনের লেলিহান গ্রাসে সারিস্কা ব্যাঘ্রপ্রকল্প, ডাক পড়লো বায়ুসেনার
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আগুনের লেলিহান শিখা গ্রাস করল রাজস্থানের সারিস্কা ব্যাঘ্রপ্রকল্পকে (Sariska Tiger Reserve)। অধিকারীরা জানাচ্ছেন, অরন্যের ১৮০০ টি ফুটবল মাঠের সমান আয়তন অর্থাৎ প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা এখনও জ্বলছে ( massive fire )। রবিবার সন্ধেয় সারিস্কা ব্যাঘ্রপ্রকল্পে আগুন লাগে । সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা।
Coal scandal: কয়লাকাণ্ডে অভিষেক-রুজিরা কে দিল্লিতে ফের তলব করল ইডি
বিশেষজ্ঞদের মতে কিছুক্ষণ পর এই পরিস্থিতি দমবন্ধ হয়ে উঠতে পারে। দমকল বাহিনী এখনও পরিস্থিতি আয়ত্তে আনতে পারেনি। সূত্রের খবর,অরন্যের যে অংশে আগুন লেগেছে সেটি মূলত বাঘিনী এসটি১৭’র এলাকা। সেখানে বাঘিনীকে তার দুই শাবককে নিয়ে ঘুরে বেড়াতে প্রায়ই দেখা যায়।
Sariska Tiger Reserve
গোটা অরণ্য জুড়ে প্রায় ২০টি বাঘের বাসা। অরণ্য থেকে ৪৩ কিলোমিটার দূরে রয়েছে সিলিসেরহ সরোবর। সেখান থেকে জল এনে এখন আগুন নেভানোর কাজ চলছে। এছাড়া এই বিখ্যাত ব্যাঘ্র প্রকল্পের আগুন নেভানোর জন্য কাজে লাগানো হচ্ছে সেনা বাহিনীর ২টি Mi 17 V5 হেলিকপ্টার।
প্রায় ২০০ জন বনকর্মী ব্যাঘ্র প্রকল্পে আগুন নেভানোর কাজে করে চলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুদিন আগে আগুন লেগেছে সারিস্কা ব্যাঘ্র প্রকল্পে। পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার ভয় মানুষের মধ্যে কাজ করছে।
রাজস্থানের আলওয়ার জেলার (Rajasthan’s Alwar district) ডিএফও সুদর্শন শর্মা জানিয়েছেন, ” আমরা খুব শীঘ্রই স্থানীয়দের সাহায্য নিয়ে প্রাথমিক আগুন নেভানোর কাজে লেগে পড়ি যখন জানতে পারি দুদিন আগে এ প্রকল্পে আগুন লেগেছে। আমরা চেষ্টা করছি উপত্যকা যাতে পুরোপুরি আগুনের গ্রাসে না চলে যায়।”
এছাড়া জেলা প্রশাসনের দ্বারা সেখানকার স্থানীয় অধিবাসীদের অরণ্য থেকে কিছু দূরে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।