Jadavpur University : অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রবিক্ষোভে উত্তাল যাদবপুর, মানতে নারাজ অধ্যাপকরাও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) আবার ছাত্র বিক্ষোভ। তবে এবার তার কারণ অনলাইন পরীক্ষার (Online Exam) দাবি। বিক্ষোভ চলাকালীন সারারাত ঘেরাও করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সহ-উপাচার্যকে। পরে কিছু শারীরিক অসুস্থতার কারণে সহ-উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান।
বিক্ষোভের সামিল হওয়া ছাত্রছাত্রীরা মূলত ইঞ্জিনিয়ারিং বিভাগের (Engineering Department)। ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ফেটসুর নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। সোমবার থেকেই এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের ঘেরাও করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University ) সহ-উপাচার্য সামন্তক দাস এবং রেজিস্টার স্নেহমঞ্জু বসুকে।
যদিও কিছুদিন আগেও অফলাইনে পরীক্ষা না হয়ে অনলাইনে পরীক্ষা হওয়ার দাবিতে ছাত্ররা বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভে যোগ দিয়েছিল কলা বিভাগের ছাত্ররাও (Arts Department)। ছাত্রদের দাবি করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে অনেকেই বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকতে পারছেন না।
Shri Shri Harichand Thakur’s Birthday : সরকারী ছুটি থাকলেও সচল থাকল অর্থ বিভাগ
Jadavpur University
আবার কেউ হয়তো অনলাইনে ইন্টার্নশিপ করছেন। তাই যাবতীয় পরীক্ষা অফলাইনে না হয়ে অনলাইনে হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ছাত্রদের এই দাবি মানতে নারাজ।
জুটার (Jadavpur University Teachers Association) তরফ থেকে জানানো হয়েছ, তারা অনলাইনে হওয়া পরীক্ষা বয়কট করবেন। কারণ বিশ্ববিদ্যালয়ের আর কোন বিভাগে এই বিষয় নিয়ে বিক্ষোভ হচ্ছে না। করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। এছাড়াও অনলাইনে পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়ন হয় না। এমনটাই দাবি যাদবপুরের শিক্ষক সংগঠনের। তবে ছাত্ররা জানাচ্ছে যে তাদের সমস্ত সমস্যার সমাধান না হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।