Anis Khan death : বুধবার গোপন জবানবন্দি রেকর্ড আনিস খানের বাবা সহ পরিবারের ৪ জনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার গোপন জবানবন্দি দেবেন আনিস খানের বাবা (Anis Khan)। বৃহস্পতিবার পরিবারের আরও তিন সদস্য উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) গোপন জবানবন্দি দেবেন। আনিসের বাবাকে সিটের (SIT)তদন্তকারী আধিকারিকরা আবেদন জানান গোপন জবানবন্দি দেওয়ার। আইনজীবীর সঙ্গে আলোচনার পর বেশ কিছু শর্তসাপেক্ষে গোপন জবানবন্দি (Statement
) দিতে রাজি হন আনিস খানের পরিবার।
প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ সিটে তদন্তকারী আধিকারিকরা আনিস খানের বাড়িতে গিয়েছিলেন। রাত সাড়ে দশটা পর্যন্ত সেখানেই তারা ছিলেন। মূলত আনিস খানের ( Anis Khan death ) বাবা সহ পরিবারের সদস্যদের ৭ জনের কাছে গোপন জবানবন্দি আবেদন করেছিলেন তারা।
Anis Khan death
সীলমোহর ছাড়ার নোটিশ দিয়ে আদালতে জবানবন্দি দেওয়ার নির্দেশে প্রথমে রাজি হননি খানের পরিবার। আনিসা আইনজীবী জানিয়েছিলেন সিটের তদন্তকারীদের একাধিকবার আমরা জানিয়েছি গোটা প্রক্রিয়ায় আনিস খানের বাবা সহযোগিতা করবেন কিন্তু কোনোরকম নোটিশ সীলমোহর ছাড়া কিভাবে গৃহীত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
Ramadan 2022 : স্বজন হারানোর ব্যথা নিয়েই রোজা পালন করবে বগটুই
পরবর্তীতে অবশ্য সেই সমস্যার সমাধান হওয়ায় বুধবার আনিসের বাবা সালিম খান গোপন জবানবন্দি দিতে রাজি হন। প্রথম থেকেই রাজ্য পুলিশ এবং সিটের ওপর আস্থা রাখতে পারেননি নিজের পরিবার। একাধিকবার তারা সিবিআই তদন্তের দাবি করেছেন।
দ্বিতীয়বার আনিস খানের ( Anis Khan death )ময়নাতদন্তের রিপোর্ট ( Autopsy report ) হাতে পাওয়ার পর সেখানেও দেখা গিয়েছে আনিসের মাথায় রয়েছে গভীর ক্ষত। শরীরের বেশ কিছু হাড়ভাঙ্গা এবং মাথার খুলির ডানকানের ওপর গভীর ক্ষত ছিল। বিস্তর প্রশ্ন তুলে দেয় দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। দেড় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে আনিস খানের মৃত্যুর ( Anis Khan death )। এখনো পর্যন্ত সিটের তদন্তে আস্থা রাখতে পারলেন না আনিসের বাবা।