Halal Meat controversy : কর্নাটকের হালাল মাংস বিক্রেতাকে বেধড়ক মার বজরং দলের, দায়ের হল FIR
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব (Hijab)নিষিদ্ধ হওয়ার আদেশ সংক্রান্ত ঘটনার সঙ্গে হালাল মাংস বিক্রির বিরুদ্ধে প্রচার জোরদার চলছে কর্নাটকে (Karnatak)। হিজাবের জল্পনা নিয়ে গোটা রাজ্য এখনো চাঞ্চল্য রয়েছে। এই পরিস্থিতিতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো দক্ষিণের এই রাজ্যে।
হালাল মাংস বিক্রি করার জন্য বিক্রেতাকে বেধড়ক মার খেতে হল। সূত্রের খবর,মারধর করেছে বজরং দল। অবশ্য হালাল মাংস বিক্রির বিরুদ্ধে চলা বিভিন্ন বিক্ষোভ নিয়ে বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai )।
Halal Meat controversy
সিমাভোজ্ঞার (Shivamogga) পুলিশ সুপারিন্টেন্ডেন্ট বিএম লক্ষীপ্রসাদ(BM Laxmiprasad) জানান, এই ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে ভদ্রবতীর হোসমানে(Hosamane) থানায়। পুলিশ জানায় যে বজরং দলের সদস্যরা ওসমানী এলাকায় হালাল মাংসের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল এই সময়ে তৌসিফ নামের এক মুসলিম বিক্রেতাকে তারা হালাল মাংস নাকি বিক্রি করতে দেখে।
Bagtui Massacre : বগটুই কাণ্ডে মৃতদেহের DNA পরীক্ষা, নির্দেশ CBI-র
এমনকী বজরং দলের সদস্যরা তাকে হালাল নয়, এমন মাংস বিক্রি করতে বলে। তৌসিফ জানায় তেমন মাংস এই মুহূর্তে নেই। তারপরই বজরং দলের সদস্যরা তার ওপর চড়াও হয়। পুলিশ আপাতত বজরং দলের পাঁচজন সদস্যকে তদন্ত করেছে। সিভামোজ্ঞা জেলা বরাবরই সাম্প্রদায়িকভাবে। কিছুদিন আগেই পুলিশ বজরং দলের আরেক সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ জানায় অভিযুক্ত পুরনো ভদ্রাবতীর একটি হোটেলে এমনি মাংস না পাওয়ায় হোটেলের একটি ছেলেকে মারধর করে। অবশ্য মুখ্যমন্ত্রী আগেই প্রেস বিবৃতির মাধ্যমে বরাবর জানিয়েছে, “কর্নাটকের সরকার বাম বা ডানপন্থী কোনটাই নয়।শুধুই অগ্রসরপন্থী।” এই বক্তব্য একদিকে,আর একদিকে মানুষের নজরে রোজ পড়ছে এমন সাম্প্রদায়িক ঘটনা।ক্রমশ কর্ণাটক সরকারের কে নিয়ে প্রশ্ন জাগছে মানুষের মনে।