Mamata Banerjee -র ছবি বিকৃত করে Social Media তে পোস্ট, গ্রেফতার ২
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার অভিযোগে মালদার চাঁচলে (Malda Chachol) আটক কংগ্রেস (Congress) ও সিপিআইএম (CPIM) এর দুই কর্মী। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) কুরুচিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে ৷ ধৃত দুই জনকে গ্রামের বাড়ি থেকে আটক করেছে চাঁচল থানার পুলিশ।
মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সিপিএমের কর্মী শফিকুল আলম তারা তাদের ফেসবুক একাউন্টে এই ছবি পোস্ট করেন। গত কয়েকদিন ধরে তারা তাদের ফেসবুক প্রোফাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন বলে অভিযোগ।
Mamata Banerjee -র ছবি বিকৃত
ওই পোস্টে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। পোস্টটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় তৃণমূল (TMC) শিবিরে। এই নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আচমকাই ঘটেছে মতুয়াদের উপর হামলা: রাজ নারায়ণ মুখার্জী
অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হন চাঁচল ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার পর সিপিআইএম ও কংগ্রেসের দুই কর্মীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে অভিযোগকারী তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কংগ্রেসের মোজাম্মেল হক ও সিপিআইএমের শফিকুল আলম নামে দুইজন ব্যক্তি তারা নিজেদের ফেসবুক একাউন্টে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে একটি পোস্ট করেন। সেই ছবির পাশে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় লেখা রয়েছে মন্তব্য। বিষয়টি আমাদের নজরে আসতে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।