Rajasthan Curfew : আবার সাম্প্রদায়িক দাঙ্গা, কারফিউ জারি হল কারাউলি শহরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজস্থানের কারাউলি (Karauli) শহরে জারি করা হলো কারফিউ ( Rajasthan Curfew )। সূত্রের খবর, হিন্দু নববর্ষ ( Gudi Padwa ) উপলক্ষে মোটর বাইকে করে একটি সমাবেশ মুসলিম প্রধান এক এলাকার পাশ দিয়ে যাচ্ছিল।
তারপরই সেখানকার বাসিন্দারা মোটরবাইককে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। শুরু হয়ে যায় আবার এক সাম্প্রদায়িক বিভেদ। পুলিশ জানায় পাথর ছোঁড়ার বিরুদ্ধে সমাবেশে যোগ দেওয়া কিছু মানুষ ওই এলাকার বিভিন্ন দোকান-পাট, যানবাহন নষ্ট করতে শুরু করে।তারপরই যাবতীয় ইন্টারনেট ব্যবস্থা স্থগিত করা হয় সরকারি বিভাগ থেকে।
সমাবেশটি আয়োজিত হয়েছিল হিন্দু নববর্ষের ( Gudi Padwa ) প্রথম দিন উপলক্ষে। দুর্ঘটনায় প্রায় ৩৬ জন আহত হন যার মধ্যে ২৫ জনকে সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।বাকি ১০ জন এখনও চিকিৎসাধীন। যাদের মধ্যে ১জন কে জয়পুরের সোয়াই মান সিং( SMS hospital Jaipur) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
Pakistan army chief Gen Bajwa : ভারতকে শান্তির বার্তা, আলোচনার প্রস্তাব পাক সেনাপ্রধানের
Rajasthan Curfew
পুলিশ জেনারেল হাওয়া সিং ঘুমারিয়া (Hawa Singh Ghumariya) জানান, পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। পুলিশ জেনারেল আরো জানান, জয়পুরের সাওয়াই মানসিং হাসপাতালে ভর্তি ব্যক্তি মাথায় আঘাত পান। তার অবস্থা আশঙ্কাজনক।
গভর্নর কালরাজ মিশ্রা ( Kalraj Mishra ) এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gahlot) পুলিশ জেনারেলের ডিরেক্টর এমএল লেদার (ML Lather) এবং রাজস্থানের বাসিন্দাদের শান্তি রক্ষার আহ্বান জানান। সরকারি সূত্রের খবর প্রায় ৬০০ পুলিশ বাহিনী এবং ৫০ পুলিশ অফিসারদের ইতিমধ্যেই নামানো হয়েছে।
সঙ্গে তিনজন আইপিএস অফিসারদের জয়পুর থেকে কারাউলিতে ( Rajasthan Curfew ) পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনা নিয়ে বক্তব্য রাখেন, “অভিযুক্ত যে সম্প্রদায়ের হোক না কেন, সরকার তাদের জন্য কড়া পদক্ষেপ নেবে।” এমনকী তিনি ইতিমধ্যেই পুলিশ জেনারেলের ডিরেক্টর কে কড়া পদক্ষেপ দেওয়ার নির্দেশ জারি ও করে দিয়েছেন।
এদিকে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে (Vasundhara Raje) গেহলট সরকারের দিকে আঙ্গুল তুললেন। তার বক্তব্য, মোটরবাইকে হওয়া সমাবেশের কথা প্রশাসন আগে থেকে জানলে এ দুর্ঘটনা এড়ানো যেত। দেশের এই জটিল পরিস্থিতির মধ্যে এরকম সাম্প্রদায়িক ঘটনার জন্য তিনি দায়ী করলেন সরকারকে।