Hate Speech :রাজধানীতে ঘৃণার ভাষণ, অভিযুক্ত আবার হিন্দু সাধু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লিতে (Delhi) ফের শোনা গেলো ঘৃণার ভাষণ ( Hate Speech )। দিল্লির বুরারি নামের এক এলাকায় রবিবার একটি সাধু সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে অনর্গল ধর্মীয় ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন সাধু হাজির হয়েছিলেন।
তাদের মধ্যেই প্রধান ছিলেন জ্যোতি নরসিংহনন্দ সরস্বতী (Yati Narsinghanand )। মুখ্য বক্তা ছিলেন তিনি। গত ডিসেম্বরে উত্তরাখণ্ডের আরেক সাধু সম্মেলনে তার বিরুদ্ধে এই একই ধর্মীয় ঘৃণা ( Hate Speech ) ছড়ানোর অভিযোগ উঠেছিল। অভিযোগ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সম্মেলনে নাকি উপস্থিত বেশকিছু সাধু পুলিশদের মারধর করে।
Corona : ২৫ মাস ধরে বন্ধ রবীন্দ্রভবন, চূড়ান্ত আর্থিক ক্ষতি
Hate Speech
সাংবাদিকরা সেই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল ধর্ম সম্মেলনে উপস্থিত হয়ে অন্য ধর্মে বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো।
শুধু তাই নয়, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের অন্য ধর্মে বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে হিংসার জন্য উস্কানি দেওয়া। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অধীনস্থ। সাধু সম্মেলনে এমন সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর ঘটনা দিল্লি পুলিশের নজর কী করে এড়িয়ে গেল, এই নিয়ে সাধারন মানুষ প্রশ্ন তুলছে। নেটিজেন ঘৃণার ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার প্রতিবাদ করছেন।