Anubrata Mandal : কেষ্টর মনে অশনী সঙ্কেত ! কী বলছে ঘনিষ্ঠ মহল?

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ একদিকে রামপুরহাট। অন্যদিকে গরুপাচার কান্ড। সাঁড়াশি চাপে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ( Anubrata Mandal ) ওরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ‘কেষ্ট’। বীরভূম জেলা জুড়ে কান পাতলেই শোনা যায় কেষ্টবাবুর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় ! এহেন দোর্দণ্ডপ্রতাপ নেতা আপাতত ঘোর চিন্তায়।

এই নিয়ে পঞ্চম বার। তলব করেছে সিবিআই। এর আগে চারবার ডাকার পরেও শারীরিক অসুস্থতার অছিলায় হাজিরা দেননি তিনি। হাইকোর্ট তুলে নিয়েছে রক্ষাকবচ। ফলে বিপাকে পড়ে শেষ পর্যন্ত পঞ্চম বার হাজিরা দিতেই হচ্ছে অনুব্রতকে। এমনটাই বলছেন বিরোধীরা।

Anubrata Mandal

বিরোধী শিবিরের মতে, যেকোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন অনুব্রত মণ্ডল। তার প্রথম কারণ গরু পাচার কান্ড। দ্বিতীয় কারণ রামপুরহাট কান্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে রয়েছে তার নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন অনুব্রত মণ্ডলের গ্রেফতারির। তাহলে আগামীকাল কী হতে চলেছে তা নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন শাসক শিবিরের নেতৃত্বরা তা জলের মত পরিষ্কার।

Ramadan 2022 : ঝর্ণার জলে স্নান, ডিজাইনার লন্ঠনে রমজানকে স্বাগত জানায় বিভিন্ন দেশ

বরাবরই খবরের শিরোনামে থেকে গিয়েছেন অনুব্রত। ভোটের আগে এবং পরে তাঁর একাধিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। চরাম চরাম থেকে গুড় বাতাসা, আবার পাচন থেকে শুরু করে ভয়ঙ্কর খেলা হবে সব স্লোগানেই ‘কেষ্ট’ সুলভ ছাপ রেখে গিয়েছেন তিনি।

ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল চিনার পার্ক এর একটি বহুতল আবাসন আপাতত আজ রাতের ঠিকানা। শোনা যাচ্ছে সেখানেই আসতে পারেন আইনজীবীরা। আগামীকালের জেরা প্রসঙ্গে হতে পারে আলোচনা।

অনুব্রত মণ্ডলের ( Anubrata Mandal )ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই তলব নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন তিনি। ভালো-মন্দের কথা আগাম চিন্তাভাবনা করে নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই এগোতে। প্রশ্ন, তাহলে কি সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাচ্ছেন বীরভূমের বাঘ?

সম্পর্কিত পোস্ট