চাঁদে এবার স্থাপিত হবে বিশ্ববিখ্যাত শিল্পীর ভাষ্কর্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পৃথিবী বহু যুগ ধরে বিভিন্ন দেশের স্থাপত্য -ভাস্কর্য শিল্পের সাক্ষী থেকেছে। রোজই পৃথিবীর মাটিতে আবিষ্কৃত হচ্ছে নতুন কোন সাহিত্য কিংবা শিল্প। তবে এবার পৃথিবীর মাটিতে নয়, চাঁদে স্থাপন করা হবে বিশ্ব বিখ্যাত শিল্পীর ভাস্কর্য। কে এই শিল্পী? তিনি আমেরিকার বিখ্যাত ভাস্কর জেফ কুনস্ (Jeff Koons)।
সূত্রের খবর, এই বছরের শেষের দিকে তিনি চাঁদে তার শিল্পকলা পাঠাতে চলেছেন। ফ্লোরিডার কেনেডি স্পেস নামক একটি সেন্টার থেকে একটি মহাকাশযানের মাধ্যমে এই শিল্পীর ভাস্কর্য চাঁদের মাটিতে পাঠানো হবে।
বেলুনের তৈরি খরগোশ, কুকুর এবং বিভিন্ন ভাস্কর্যের জন্য কুনস্ বিখ্যাত। শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী প্রকল্প ‘ Moon Phases ‘ এ কিছু ভৌতিক ভাস্কর্য প্রদর্শনী হতে চলেছে যেগুলি স্থায়ীভাবে চাঁদের মাটিতে রেখে দেওয়া যাবে।
গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ শুনলে চমকে যাবেন
ভাস্কর্যগুলো হবে স্বচ্ছ এবং তাপীয় প্রলেপ যুক্ত। যে মহাকাশযান এর মাধ্যমে এই শিল্পীর ভাস্কর্য পাঠানো হবে তার নাম “Nova-C Lunar Lander “। এ প্রসঙ্গে শিল্পী বলেছেন, “আমরা ঐতিহাসিকভাবে একটি অর্থবহ প্রকল্প তৈরী করতে চেয়েছিলাম। যার মাধ্যমে মহাকাশে মানবজাতির প্রতিনিধিত্ব ভবিষ্যতেও বোঝায় থাকে।”
জানা যাচ্ছে আমেরিকার শেষ চাঁদে মহাকাশযান এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রকল্প। বিশেষজ্ঞদের মতে, চাঁদের যেসব স্থানেই তাঁর স্থাপত্য রাখা হবে সেই স্থানগুলো ঐতিহাসিক হয়ে উঠবে।