Kona Expressway : যানজট সমস্যার সমাধানে নয়া পরিকল্পনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোনা এক্সপ্রেস ( Kona Expressway ) ওয়ে যানজট মুক্ত করার পরিকল্পনা রূপায়নের আগে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথ পরিদর্শন চালায়। পূর্ত দফতর,কলকাতা (Kolkata) ও হাওড়া সিটি (Howrah City Police) পুলিস কর্তারা রাস্তার বেশ কিছু জায়গা পরিদর্শন করেন।
Kona Expressway
লিলুয়া জয়পুর বিল এলাকা, খেজুরতলা, ধুলাগড়ের করোলা এলাকায় পরিদর্শন করেন তাঁরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তা ডক্টর ডি কে চৌধুরি জানান, হাইওয়ে যানজট মুক্ত করার জন্য ১৮ টি পার্কিং এলাকা চিহ্নিত করা হয়েছে। ডানকুনিতে ঢোকার মুখে ছয় লেনের করিডোর করা হবে।প্রকল্প সম্পূর্ণ ত্রিশ মাস সময় ধার্য করা হয়েছে।
Sealdah – Puri : ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা-পুরী
উল্লেখ্য সম্প্রতি কোনা এক্সপ্রেসওয়ে সংস্কার নিয়ে নবান্নে রাজ্য সরকারের সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বৈঠক হয়। সেখানেই এই যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার চলাকালীন বিকল্প যাত্রাপথ নিয়েও আজ দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।