Ram Chandra Dome : দল ছোটো হচ্ছে, বাঁচতে রাম ডাক্তাররাই ভরসা সিপিএমের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সর্বার্থেই ছোট হচ্ছে সিপিএম (CPM)। কান্নুরে ২৩ তম পার্টি কংগ্রেসে (Party Congress) পেশ করা সাংগঠনিক রিপোর্টে তারা স্বীকার করে নিয়েছে গত চার বছরে দেশে ৪০ হাজার সদস্য কমেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কেন্দ্রীয় কমিটির (Central Committee) আকারও ছোট হল।
২২ তম পার্টি কংগ্রেসে ৯৪ জনের কেন্দ্রীয় কমিটি গঠন করেছিল সিপিএম। কিন্তু এবার ৮৫ জনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হল। দু’জন আমন্ত্রিত সদস্য ও তিনজন বিশেষ আমন্ত্রিত সদস্যকে রাখা হয়েছে। তবে পলিটব্যুরো গঠনে বড় চমক দিয়েছে দেশের সর্ববৃহৎ বামপন্থী দলটি। প্রথম দলিত হিসেবে সিপিএমের পলিটব্যুরোয় নির্বাচিত হয়েছেন বাংলার রামচন্দ্র ডোম ( Ram Chandra Dome)।
হতদরিদ্র, দু’বেলা পেট ভরে খেতে না পাওয়া দলিত পরিবারের জন্মেছিলেন রামচন্দ্র ডোম ( Ram Chandra Dome )। সেখান থেকে অনেক কষ্ট স্বীকার করে তিনি ডাক্তারি পাশ করেন। তবে নিজের অতীতকে ভোলেননি। তাই কোনও দিন টাকা নিয়ে চিকিৎসা করেননি। বিনামূল্যে বীরভূমের মহম্মদ বাজার বাসস্ট্যান্ডের কাছে একটি ছোট গুমটিতে সাধারণ মানুষের চিকিৎসা করতেন। এই ভাবেই হয়ে ওঠেন গরিবের রাম ডাক্তার (Ram Doctor)।
TMC :গোষ্ঠী দ্বন্দ্বের কাঁটা ! রাজ্যের অধিকাংশ পুরসভায় এখনো ঘোষিত হল না CIC
Ram Chandra Dome
ছাত্রাবস্থা থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়ে পড়েন রাম ডাক্তার। পরবর্তীতে সাতবার লোকসভার সাংসদ হন। ধাপে ধাপে রাজ্য কমিটি, রাজ্য সম্পাদকমণ্ডলী পেরিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন আগেই। তবে তিনি যে পলিটব্যুরোয় যেতে পারেন সেই বিষয়টি প্রায় কেউই আঁচ করতে পারেননি।
কিন্তু দল যখন ক্রমশ সঙ্কুচিত হচ্ছে, মানুষের জনসমর্থন হারাচ্ছে সেই সময় আবার ভেসে উঠতে রাম ডাক্তারদের ব্যক্তিগত ভাবমূর্তি যে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে তা বুঝতে পারেন সীতারাম ইয়েচুরি প্রকাশ কারাতের মতো পোড় খাওয়া নেতারা। তাই তাঁরা বীরভূমের এই অভিজ্ঞ রাজনীতিবিদকে ১৭ জনের পলিটব্যুরোর অন্যতম সদস্য করে নেন।
সিপিএম ঘনিষ্ঠ অনেক সমাজতত্ত্ববিদ বলেন, জাতপাতে দীর্ণ এই অভাগা দেশে দলিতদের মসিহা হয়ে ওঠার কথা ছিল সিপিএমের। কিন্তু তারা সেই লক্ষ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই মায়াবতীরা দলিতদের নিয়ে ক্ষমতার রাজনীতি করতে পারে।
রামচন্দ্র ডোম ( Ram Chandra Dome ) পলিটব্যুরোর সদস্য হওয়ায় আগামী দিনে সর্বভারতীয় স্তরে সিপিএমের হয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে দলিতদের নিয়ে সিপিএমের নীতিতে বড় কোনও পরিবর্তন আসে কিনা সেটাই দেখার।